Lok Sabha Election Results 2019: ‘শেষ নিশ্বাস পর্যন্ত প্রতিটি মুহূর্ত দেশের সেবা করব, সংবিধান রক্ষা করব’, বিজয়ী ভাষণে দেশবাসীকে আশ্বাস নরেন্দ্র মোদির
LIVE
Background
আজ দেশ জুড়ে ৫৪২ লোকসভা আসনের ভোট গণনা। তার আগে টানটান উত্তেজনা সব রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলি। প্রতিটি গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।
কীভাবে হবে গোটা গণনার প্রক্রিয়া? মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এবারের গণনা প্রক্রিয়াকে। সবার প্রথমে গণনাকেন্দ্রে পোস্টাল ব্যালটের গণনা শুরু হবে।
দ্বিতীয় ধাপে ETPBS বা ইলেকট্রনিকালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমের গণনা হবে। এই পদ্ধতিতে এবারই প্রথম ভোট নেওয়া হয়েছে। তৃতীয় ধাপে শুরু হবে EVM-এ ভোট গণনা। প্রত্যেক গণনার টেবিলে থাকবেন কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, মাইক্রো অবজার্ভার।
এক রাউন্ডের EVM গণনার শেষে সেই ট্রেন্ড প্রকাশ করা হবে। তারপর সেই সংক্রান্ত নথি লিপিবদ্ধ করার কাজ হবে। সূত্রের খবর, উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের নির্দেশ অনুযায়ী, এক রাউন্ডের গণনার সব নথি লিপিবদ্ধ হওয়া না পর্যন্ত পরবর্তী রাউন্ডের EVM গণনার টেবিলে আনা হবে না। চতুর্থ ধাপে EVM গণনার পর শুরু হবে ভিভিপ্যাট গণনা।
কমিশন সূত্রে খবর, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে লটারি হবে। তা থেকে বেছে নেওয়া হবে প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৫টি করে ভিভিপ্যাট। ভিভি প্যাট গণনার জন্যও আলাদা ঘেরা কাউন্টার করা হয়েছে। বাইরে থেকে বসে সেই গণনা দেখতে পারবেন প্রার্থীদের এজেন্টরা।
পঞ্চম ও শেষ ধাপে থাকছে রি-কাউন্টিং বা পুনর্গণনা। এক্ষেত্রে কোনও প্রার্থী পুনর্গণনা চাইলে তাঁকে ১৯৬১ সালের নির্বাচন কমিশনের আইনের ৫৬-ডি ধারা অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে উপযুক্ত কারণ-সহ লিখিত আবেদন করতে হবে। ভোট গণনার গোটা প্রক্রিয়া শেষ করতে শুক্রবার সকাল হয়ে যেতে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশনের কর্তারা।
মোট ৫৮টি কেন্দ্রে রাজ্যের ৪২টি লোকসভার গণনা হবে। সবচেয়ে বেশি রাউন্ডে গণনা কলকাতা দক্ষিণ ও ঝাড়গ্রামে। সবচেয়ে কম ১০ রাউন্ড গণনা জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাটে।
এতদিন স্ট্রং রুমের পাহারায় রাখা হয়েছিল ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনার দিন অতিরিক্ত আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৭ মে পর্যন্ত রাজ্যে থাকবে ২০০ কোম্পানি বাহিনী।
“ নিজের জন্য কিছু করব না। আমার জীবনের প্রতিটা মুহূর্ত দেশবাসীর সেবায় নিয়োজিত থাকবে। ”