RCB New Captain: নতুন মরশুমের আগে অধিনায়ক ঘোষণা করল আরসিবি, অবশেষে কার হাতে উঠল দায়িত্ব?
IPL 2025: রজত পাতিদার অতীতে বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন।

নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান ঘটল। নতুন অধিনায়ক পেয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে বিরাট কোহলি (Virat Kohli) নয়, রজত পাতিদারকে (Rajat Patidar) নতুন অধিনায়ক ঘোষণা করল আরসিবি।
গত মরশুমে আরসিবির হয়ে অধিনায়কত্ব করা ফাফ ডু প্লেসিকে এ মরশুমের মেগা নিলামের আগে আরসিবি রিটেন করেনি। নিলামের পরে তিনি দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন। তাই 'গার্ডেন সিটি'-র ফ্র্যাঞ্চাইজির হয়ে নতুন কেউ দলের অধিনায়ক নির্বাচিত হবেন, তা কার্যত পাকাই ছিল। কিন্তু অনেকেই আবার মনে করছিলেন বিরাট কোহলিকেও পুনরায় দলে অধিনায়ক করা হতে পারে। তবে তাঁদের এই আশা পূরণ হল না। কোহলি দায়িত্বে ফিরলেন না। এক তরুণ অধিনায়কের ওপরই আস্থা রাখল আরসিবি।
A new chapter begins for RCB and we couldn’t be more excited for Ra-Pa! 🤩
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
From being scouted for two to three years before he first made it to RCB in 2021, to coming back as injury replacement in 2022, missing out in 2023 due to injury, bouncing back and leading our middle… pic.twitter.com/gStbPR2fwc
বিরাট কোহলি ইতিমধ্যেই রজত পাতিদারকে অধিনায়ক হওয়ার জন্য শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে। কোহলি জানিয়ে দেন তিনি নতুন আরসিবি অধিনায়কের পাশেই থাকবেন এবং তাঁকে সাহায্য করবেন। আরসিবির পোস্ট করা একটি ভিডিওতে কোহলিকে বলতে শোনা যায়, 'রজত প্রথমত তোমায় অনেক অনেক অভিনন্দন। অনেক শুভেচ্ছা। তুমি এই ফ্র্যাঞ্চাইজিতে যেভাবে নিজের জায়গা করে নিয়েছে এবং যেভাবে পারফর্ম করেছ, তার জন্য ধন্যবাদ। গোটা দেশজুড়ে আরসিবি সমর্থকদের মনে তুমি জায়গা করে নিয়েছ। তাই যোগ্য মানুষ হিসাবেই তোমার হাতে এই দায়িত্বটা উঠেছে।'
'আমি এবং দলের বাকিরা সকলেই তোমার সঙ্গে থাকব। এই ভূমিকায় যাতে তোমার কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য যতটা সমর্থন প্রয়োজন, আমাদের সকলের তরফে সেই সমর্থনটা তুমি পাবে।' আরও যোগ করেন প্রাক্তন আরসিবি অধিনায়ক কোহলি। রজত পাতিদার আরসিবির রিটেন করা ক্রিকেটারদের অন্যতম। তিনি অতীতে বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন। এবার আরিসিবিকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব পালন করবেন তিন।
আরও পড়ুন: পরনে রয়্যালস জার্সি, পিঠে ২৩ নম্বর, তরুণদের সঙ্গে ক্রিকেট খেলায় মত্ত এড শিরান, সঙ্গী রিয়ান পরাগ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
