এক্সপ্লোর
Note Exchange Rules : ছেঁড়া নোট হলেই পাল্টে দেয় ব্যাঙ্ক, ভুল ধারণা আপনার, কী আসল নিয়ম ?
RBI: সিকিউরিটি সাইন ঠিক আছে কিনা তা যাচাই করার পরেই এই বদল সম্ভব। তবে, যদি নোটটি খুব খারাপ অবস্থায় থাকে বা আপনি তা টেপ বা আঠা দিয়ে আটকে থাকেন তাহলে আর এই নোট বদল হবে না।

ব্যাঙ্কে ছেঁড়া নোট বদলালে পুরো টাকা দেয় ?
1/9

ছেঁড়া নোট নিয়ে গেলে পাল্টে নাও দিতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে কী করবেন আপনি। জানেন, ব্যাঙ্কে নোট বদলে দেওয়ার (Note Exchange Rule) আসল নিয়ম কী।
2/9

আসলে, নোট বদলের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করেছে। তার ভিত্তিতে নোট পরিবর্তন করা হয়। নোটের সংখ্যা ও পরিমাণ সম্পর্কেও একটি নিয়ম রয়েছে।
3/9

আরবিআই-এর নিয়ম অনুযায়ী, আপনি আরবিআই ইস্যু অফিস ও সব সরকারি, বেসরকারি ব্যাঙ্কগুলিতে গিয়ে নোটগুলি পরিবর্তন করতে পারেন।
4/9

আপনার নোট ছিঁড়ে গেলেও বা নষ্ট হয়ে গেলেও যদি এর নম্বর প্যানেল ঠিক থাকে, তাহলে আপনি তা পরিবর্তন করতে পারবেন। আপনি একবারে মাত্র 20টি নোট ব্যাঙ্ক থেকে বদলে নিতে পারেন।
5/9

একটা কথা এই বিষয়ে মনে রাখতে হবে।এই নোটের মোট মূল্য 5000 টাকার বেশি হওয়া উচিত নয়। আপনি যদি 5000 টাকার বেশি মূল্যের নোট বদল করেন তবে আপনাকে অতিরিক্ত ফি দিতে হবে।
6/9

যদি কোনও নোট বাজেভাবে পুড়ে গিয়ে থাকে বা অনেকগুলি টুকরো হয়ে থাকে, তবে ব্যাঙ্ক তা পরিবর্তন করতে অস্বীকার করতে পারে।
7/9

মনে রাখবেন, এই ধরনের নোটগুলি শুধুমাত্র RBI-এর ইস্যু অফিসে জমা দিতে পারেন। তবে সিকিউরিটি সাইন ঠিক আছে কিনা তা যাচাই করার পরেই এই বদল সম্ভব। তবে, যদি নোটটি খুব খারাপ অবস্থায় থাকে বা আপনি তা টেপ বা আঠা দিয়ে আটকে থাকেন তাহলে আর এই নোট বদল হবে না।
8/9

কোন ধরনের গ্রতিগ্স্ত নোটের বিনিময়ের ক্ষেত্রে আপনাকে কম টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ, নোটের মূল্য যদি 500 হয়, তবে আপনাকে শুধুমাত্র 250 বা 300 দেওয়া হবে।
9/9

এর বাইরে যদি আপনার নোটটি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু তারপরও ব্যাঙ্ক এটি পরিবর্তন করতে অস্বীকার করে, তাহলে আপনি এটির বিষয়ে অভিযোগ করতে পারেন।
Published at : 14 Feb 2025 03:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
