LIVE: বিজেপি যুব মোর্চার সিইএসসি অভিযান: রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ, মিছিল রুখতে জলকামান, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি

Background
কলকাতা: বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে বিজেপি যুব মোর্চার সিইএসসি অভিযান। মিছিল রোখার চেষ্টা পুলিশের। বাধা পেয়ে ধস্তাধস্তি। বিজেপি সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত পুলিশও।
এই মিছিল ঘিরে সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত রণক্ষেত্র। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। ব্যবহার করা হয় জলকামান।
পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটবৃষ্টির অভিযোগ বিজেপি সমর্থদের বিরুদ্ধে। ধস্তাধস্তিতে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ এনেছে বিজেপি। আহত কয়েকজন পুলিশ কর্মীও। ৫০ জন বিজেপি সমর্থক আহত হয়েছেন বলে দাবি দলের।






















