Cirrhosis of Liver : ভাবতেই পারবেন না, এগুলোই সিরোসিস অফ লিভারের আগাম সঙ্কেত, না জানলে বিপদ ভয়ানক
Liver Cirrhosis: নে রাখতে হবে, মদ না খেলেও লিভারের সিরোসিস হতে পারে। আর লিভারের এই সমস্যাটা হঠাৎ একদিন ধরা পড়ে না।

শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার বা যকৃত। পাচনক্রিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যকৃত। সেখানে খাবারের মাধ্যমে গৃহীত নিউট্রিয়েন্টই গিয়ে পৌঁছায় প্রতিদিন। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। চিকিৎসকরা বলছেন, সাধারণত পাঁচ থেকে ছয় শতাংশ চর্বি শোষণ করতে পারে যকৃত। কিন্তু তার থেকে বেশি চর্বি জমা হলে তা কিন্তু বেশ বিপজ্জনক। সময় মতো চিকিৎসা না করালে এই অসুখ ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। হতে পারে সিরোসিস অব লিভারও ! সিরোসিস অফ লিভার শুনলেই মনে হয় মদ্যপানেই বোধ হয় এমন পরিণতি হয়। সেটা আংশিক সত্যি । মনে রাখতে হবে, মদ না খেলেও লিভারের সিরোসিস হতে পারে। আর লিভারের এই সমস্যাটা হঠাৎ একদিন ধরা পড়ে না। সুদীর্ঘকাল ধরে রোগীকে সঙ্কেত দিতে থাকে লিভার। কীভাবে চলুন জেনে নিই।
লিভার সিরোসিস হল লিভারের এমন একটি রোগ যা বহু বছর ধরে লিভারের ক্ষতি হতে হতে ঘটে। সময়মত চিকিৎসা না করালে মারাত্মক প্রমাণিত হতে পারে এই অসুখ । লিভার সিরোসিস হল ফাইব্রোসিসের একটি গুরুতর পর্যায়। যখন লিভারে কোনও রোগ হয়, তখন লিভারের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে লিভার নিজেই নিজেকে মেরামত করে। সেরে ওঠে। ওষুধের সাহায্যে সেই প্রক্রিয়া সহজ হয়। তবে যদি সিরোসিস অফ লিভার হয়, তাহলে পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়ে।
ত্বক হলুদ হয়ে যাওয়া
হেপাটাইটিসের রোগী বা যাঁরা দীর্ঘ সময় ধরে অ্যালকোহল গ্রহণ করেন, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবথেকে বেশি । তখন লিভারের কার্যকারিতা প্রায় নষ্ট হয়ে যায়। সিরোসিসের কোন প্রতিকার নেই কিন্তু প্রাথমিক স্তরেই ধরা পড়লে বাড়াবাড়ি রুখে দেওয়া যেতে পারে। জটিলতা কম হয়।
চোখ এবং ত্বক হলুদ হয়ে যাওয়া, যা জন্ডিসের লক্ষণ। বারবার জন্ডিস হওয়াও লিভার খারাপ হওয়ার লক্ষণ। বিলিরুবিনের উচ্চ মাত্রার জন্য ত্বক এই রঙ ধারন করে। যখন লিভার ক্ষতিগ্রস্ত হয়, তখন তা শরীরে পিত্তে বের হওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। তার ফলে এই স্বাস্থ্য সমস্যা দেখা দেয়।
বারবার রক্তপাত বা ক্ষত না সারা
আমাদের লিভার ভিটামিন কে-র সাহায্যে একটি প্রোটিন তৈরি করে যা রক্ত জমাট বাঁধার জন্য অপরিহার্য। লিভারের কার্যকারিতা ব্যাহত হলে তা পর্যাপ্ত প্রোটিন তৈরি করতে পারে না । তাই ক্ষত সারতেই চায় না।
পা, হাঁটু বা গোড়ালি ফুলে যাওয়া
অ্যালবুমিন নামক প্রোটিনের উৎপাদন কমে যাওয়ার কারণেও পা এবং হাত ফুলে যায়।
ওজন হ্রাস
ডায়েট এবং ব্যায়াম ছাড়া অপ্রত্যাশিত ওজন হ্রাস আরেকটি উদ্বেগের কারণ হতে পারে। এটি প্রায়শই লিভার সিরোসিসের প্রাথমিক লক্ষণ, এবং এটি উপেক্ষা করা উচিত নয়। যদি আপনার স্বাস্থ্যের কোনও অবনতি লক্ষ্য করেন, তাহলে ডাক্তারের পরামর্শ নিন।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















