কলকাতা: হারপিস ভাইরাসই ডেকে আনতে পারে মস্তিষ্কের কঠিন অসুখ। সেই অসুখের থেকে সেরে ওঠার কোনও উপায়ও নেই আপাতত। সম্প্রতি সুইডেনের এক গবেষণায় এমনটাই দেখা গিয়েছে। উপপাসালা বিশ্ববিদ্যালয়ের তরফে এই গবেষণা করা হয়। তাতে দেখা যায়, হারপিস হলে ডিমেনশিয়া রোগের আশঙ্কা অনেকটাই বাড়ছে। প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এই আশঙ্কা।


আগেও বিশেষজ্ঞরা মনে করতেন, হারপিসের সঙ্গে ডিমেনশিয়ার যোগাযোগ রয়েছে। সম্প্রতি ৭০ বছরের বেশি বয়স এমন ১০ হাজার জনকে নিয়ে এই পরীক্ষা করা হয়। তাদের ১৫ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। তার ভিত্তিতেই পাওয়া গিয়েছে এই ফলাফল। নয়া গবেষণা আগের তত্ত্বগুলিকেই সমর্থন জুগিয়েছে। জীবনের কোনও এক সময় যদি হারপিস হয়, তাহলে ডিমেনশিয়ার ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। হারপিস পরেও ফিরে আসে অনেকের শরীরে। কিছু সময় তার উপসর্গ থাকে না। ফলে অনেকেই রোগ টের পান না।


হারপিস কেন ভয়ের ?



  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি তথ্য বলছে, সারা বিশ্বে ৫০ বছরের কম বয়সী অন্তত ৩৭ কোটি মানুষ ওরাল হারপিসে ভোগেন। একে হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ১ সংক্রমণ বলে।

  • অন্যদিকে প্রায় ১৫ থেকে ৪৯ বছর বয়সি পাঁচ কোটি মানুষ জেনিটাল হারপিসে ভোগেন। যাকে হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ২ সংক্রমণ বলে।

  • বেশিরভাগ সময়ই হারপিসের কোনও উপসর্গ দেখা যায় না। কিছু ক্ষেত্রে লাল ফুসকুড়ির মতো দেখা যায়। যা বারবার ফিরে আসতে পারে।

  • যাদের এইচএসভি টাইপ ২ সংক্রমণ হয়েছে, তাদের এইচআইভি সংক্রমণের ঝুঁকি অনেক বেশি।


হারপিসের ধরন (Herpes Virus)


হারিপস সাধারণত দুই ধরনের হয়ে থাকে। হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ১ বা ওরাল হারপিস। অন্যটি হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ২ বা জেনিটাল হারপিস।


কেন হয় হারপিস (Herpes Infection Reason) ?


হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ১ -  মূলত চুম্বনের কারণে ছড়ায় এই রোগ। এতে মুখ ও মুখের আশেপাশে সংক্রমণ হয়। এখান থেকে জেনিটাল হারপিসও হতে পারে। বেশিরভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই রোগে ভোগেন।


হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ২ - এটি যৌন সংক্রমণের মাধ্যমে ছড়ায়। যৌনাঙ্গ বা তার আশেপাশে এই রোগ হতে দেখা যায়।


কী কী লক্ষণ (Herpes Infection Symptoms)


প্রথম সংক্রমণের সময়



  • জ্বর

  • গায়ে ব্যথা

  • গলা ব্যথা

  • মাথ ব্যথা

  • লিম্ফ নোডগুলি ফুলে যাওয়ার লক্ষণ দেখা দেয়।


হারপিস বারবার হওয়ার আশঙ্কা থাকে। তবে সেক্ষেত্রে লক্ষণ অত জোরালো হয় না। তাড়াতাড়ি সেরে যায়।


আরও পড়ুন - Mental Health: মাঝে মাঝেই মনমরা, ঘুমোয় কম! ফোন থেকে আর কী হচ্ছে খুদের ?