Dhanteras 2022: আর্থিক সমৃদ্ধি চান? ধনতেরসের দিন ঝাড়ুর সঙ্গে ঘরে আনুন এই কয়েকটা জিনিস
Dhanteras: কেনাকাটির সুবিধা থাকছে দু-দিনই। মনে করা হয় এদিন নিষ্ঠভরে মা লক্ষ্মীর আরাধনায় ধন সমৃদ্ধি হয়ে থাকে। জেনে নিন কী কী কিনবেন এ দিন।
কলকাতা: এ বছর শনি এবং রবিবার দু-দিনব্যাপী পালিত হবে ধনতেরস (Dhanteras 2022)। তাই কেনাকাটির সুবিধা থাকছে দু-দিনই। মনে করা হয় এদিন নিষ্ঠভরে মা লক্ষ্মীর (Laxmi Devi) আরাধনায় ধন সমৃদ্ধি হয়ে থাকে। জেনে নিন কী কী কিনবেন এ দিন।
সোনা-রূপোর গহনা: এ দিন অনেকেই গহনা (Jewellery) কিনে থাকেন। সোনা বা রূপো দুই-ই কিনতে পারেন। তবে রূপো কেনাটাই এদিন বেশি শুভ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সামর্থ অনুযায়ী লোহা ছাড়া যেকোনও ধাতুর জিনিসই কিনতে পারেন।
ঝাড়ু (Broom Stick): এ দিন সকালে উঠেই ঘর পরিষ্কার করে ফেলুন। এরপর ধনতেরসের শুভক্ষণে ঝাড়ু কিনুন। শনিবার বা রবিবারদিন ঝাড়ু কিনে ভাল করে ঘর পরিষ্কার করুন এবং ঘরের পুরনো ঝাড়ুটি ফেলে দিন।
নুন (Salt): এ দিন নুন কেনা বাড়ির জন্য শুভ। এতে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। ধনতেরসের শুভক্ষণে এক প্যাকেট নুন কিনে আনুন। সেটা দিয়ে ভাল করে ঘর মুছুন এ দিন। এই প্যাকেটের নুন সারাবছর রান্নায় ব্য়বহার করুন। সঙ্গে অন্য নুনও মিশিয়ে নিতেন পারেন। নুনটি একটি পরিষ্কার কাচের জারে ঢেলে রাখুন।
বাসন (Utensil): বিশেষজ্ঞরা বলেন এদিন স্টিলের বাসন কেনা শুভ। স্টিল, তামা বা পিতল যেকোনও ধাতুর পাত্রই কিনতে পারেন। পারলে বাটি কিনুন।
ময়ূরের পালক: ময়ূরের পালক কিনে আনুন ধনতেরসের শুভক্ষণে। ঠাকুরের আসনে বা ঘরের উত্তরদিকে রেখে দিন। দৈনন্দিন জীবনে শুফল পাবেন।
কাঁচা হলুদ (Turmeric): ধনতেরসের দিন ঘরে আনুন কাঁচা হলুদ। একটুকরো লাল কাপড়ে কাঁচা হলুদ বেঁধে মা লক্ষ্মীকে নিবেদন করুন। পুজো সেরে সেই কাপড়ের পুটলি লকারে রেখে দিন। এতে আর্থিক উন্নতি হবে।
লক্ষ্মীকড়ি: এ দিন লক্ষ্মীকড়ি কিনে এনে ঠাকুরকে নিবেদন করুন। পুজোর পর কাপড়ে মুড়ে লকারে রেখে দিন সেই কড়ি।
ধনের বীজ (Coriander Seed): ধনতেরসের দিন গোটা ধনের বীজ কিনে আনুন। বলা হয়, ধনের বীজ খুব দ্রুত বাড়ে। কাজেই মনে করা হয় ধনের বীজ কিনলে এই বীজের মতো করেই বৃদ্ধি পাবে আপনার অর্থ। ধনে কিনে এনে একটি প্লেটে রেখে তা ঠাকুরের কাছে অর্পন করুন।
আরও পড়ুন: Diwali 2022: আলোকময় হোক উৎসবের দিনগুলি, বাজি ফাটাতে মানতেই হবে এই নিয়মগুলি
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )