কলকাতা: কিছুই ঠিক করে মনে পড়ে না। পরিচিত কাছের লোকেদেরও অচেনা লাগে। আর গুলিয়ে যায় ছোট ছোট নিয়মগুলিও। মস্তিষ্কের একটি জটিল রোগ ডিমেনশিয়া। আর সেই রোগের লক্ষণগুলিও বেশ জটিল। এখনও পর্যন্ত কোনও ওষুধ আবিষ্কৃত হয়নি এই রোগের। সাধারণত বয়স বাড়লেই এই রোগ দেখা যায়। কিন্তু বয়স খুব বেশি না হলেও ডিমেনশিয়া হতে পারে। এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার আগে জেনে নেওয়া যাক, ডিমেনশিয়া রোগটি আদতে কী।
ডিমেনশিয়া (Dementia) আদতে কেমন রোগ ?
ডিমেনশিয়া আদতে মস্তিষ্কের স্নায়ুর একটি জটিল রোগ। তাই একে বিজ্ঞানীরা নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার বলেন। ডিমেনশিয়াকে অ্যালঝাইমার্স ডিজিজও বলা হয়।
- এই রোগে কগনিটিভ কর্মক্ষমতা কমতে থাকে। অর্থাৎ কোনও সমস্যায় কিছু ভেবে যুক্তি দিয়ে সমাধান করতে সমস্যা হয়।
- ডিমেনশিয়াতে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়।
- রোজকার সাধারণ কাজগুলি করতে গেলে সমস্যা হতে থাকে।
- কারও সঙ্গে কথা বলা, কাজ করার সময় এই সমস্যাগুলি বাড়তে থাকে।
আর্লি ডিমেনশিয়া (Early Dementia) কী?
ডিমেনশিয়াকে বয়সজনিত রোগ বলা হয়। সাধারণত বয়স হলে এই রোগের বাড়বাড়ন্ত হয়। কিন্তু ৬৫ বছর বয়স হওয়ার আগেই অর্থাৎ মধ্যবয়সে এই রোগ হলে তাকে আর্লি ডিমেনশিয়া বলে।
আর্লি ডিমেনশিয়ার কারণ (Risk Factors of Early Dementia)
- জিনগত কারণ: জিনগত কারণে আর্লি ডিমেনশিয়া হতে পারে। কিছু জিন বাবা-মায়ের শরীরে প্রচ্ছন্ন থাকে। তবে সন্তানের শরীরে সেগুলি প্রকট হতে পারে। সেই ক্ষেত্রে ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি বাড়তে পারে।
- পারিবারিক ইতিহাস: পরিবারে আগে কারও ডিমেনশিয়া হয়ে থাকলে অন্য সদস্যদের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রেও বয়সের আগে এই রোগ হওয়ার আশঙ্কা থাকে।
- কার্ডিয়োভাসকুলার রোগ: হার্টের রোগ ও রক্তনালির সমস্যা থাকলে তাকে কার্ডিয়োভাসকুলার রোগ বলা হয়। এই ধরনের রোগে বর্তমানে অনেকেই ভোগেন। হাই প্রেশার, কোলেস্টেরল এই রোগের অন্যতম কারণ। দেখা গিয়েছে, কার্ডিয়োভাসকুলার রোগ ডিমেনশিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।
- মানসিক অবসাদ: মানসিক অবসাদ ডিমেনশিয়ার বড় কারণ হতে পারে। দীর্ঘ দিন ধরে এই সমস্যা চললে আর্লি ডিমেনশিয়া দেখা দিতে পারে। এছাড়াও, অন্যান্য মানসিক সমস্যাও এর বড় কারণ হতে পারে।
- সমাজ থেকে আলাদা থাকা বা সোশ্যাল আইসোলেশন: অনেকটা সময় সমাজ থেকে আলাদা থাকার ফলে এমনটা হয়ে থাকে। একে সোশ্যাল আইসোলেশনও বলে। কাজ ও নিজের জগতেই বেশিরভাগ সময় কাটালে এই সমস্যা দেখা দিতে শুরু করে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Sweet Potato Benefits: আলুর মতো ‘ফেমাস’ না হলেও ৬ কারণে সেরা ! শীতেও কেন মিষ্টি আলু খাবেন রোজ ?