Eye Twitching: চোখের পাতা কাঁপা নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে। মনে করা হয়, বাম চোখের পাতা কাঁপলে খুব শিগগির কোনও বিপদ হতে পারে। আবার ডান চোখের পাতা কাঁপলে (Eye Twitching Cause) তার ইঙ্গিত অন্যরকম।  এর শুভ-অশুভ ইঙ্গিত নির্ভর করে ব্যক্তির উপর। যদি মহিলাদের ডান চোখ কাঁপে, তবে তা অশুভ বলে ধরা হয়। পুরুষদের ডান চোখ কাঁপলে মনে করা হয়, তার মনের ইচ্ছে পূরণ হবে খুব শিগগির। তবে এ তো গেল ধর্মীয় বিশ্বাসের দিকটি। চোখের পাতা কাঁপা নিয়ে চিকিৎসাবিজ্ঞান কী বলছে ? বিজ্ঞানে এটি কীসের ইঙ্গিত ?


চোখের পাতা কাঁপা নিয়ে কী মত চিকিৎসকদের (Eye Twitching Reasons) ?


চিকিৎসকদের কথায় চোখের পাতা কাঁপার বেশ কিছু অন্তর্নিহিত কারণ থাকতে পারে। এই তালিকায় রয়েছে চোখের সমস্যা থেকে বেশ কিছু শারীরিক সমস্যাও। চিকিৎসাবিজ্ঞানে একে মায়কোমিয়া বলা হয়।


১. চোখের স্ট্রেস - মূলত চোখের উপর খুব বেশি স্ট্রেস পড়লে চোখ কাঁপে। এখন কাজ বা অবসর আমাদের অনেকটাই কাটে ডিজিটাল স্ক্রিনের সামনে। তাই চোখের উপর স্ট্রেস পড়া খুব স্বাভাবিক।


২. ঘুমের অভাব -  কম ঘুমের অভ্যাস এখনও অনেকের। রাত জেগে ওয়েব সিরিজ দেখা, সকালে দেরি করে ওঠার মাঝে অনেকের ঠিকমতো ঘুম হয় না। যার প্রভাব চোখের অপটিক নার্ভে পড়ে। কারণ ঘুম মানে আদতে চোখের বিশ্রাম। ঘুম কম হলে তা কমে যায়।


৩. ক্যাফেইনজাতীয় পানীয়ের নেশা - চা-কফির নেশা অনেকেরই রয়েছে। দিনে বেশ কয়েকবার এই পানীয় পান করেন অনেকে। যা থেকে চোখের পাতা কাঁপতে পারে।


৪.ধূমপান বা তামাকের নেশা -  ধূমপান বা তামাকজাত দ্রব্যের নেশা থাকলে এই সমস্যা হতে পারে। কারণ এই জিনিসগুলি স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ বাড়িয়ে দেয়। 


৫. মদ্যপান - নিয়মিত মদ্যপানের অভ্যাস থাকলে এই সমস্যা হতে পারে। মদ্যপান স্নায়ুর উপর প্রভাব ফেলে। আর চিকিৎসকদের কথায়, এটি মোটর নার্ভের একরকম সমস্যা।


কখন চিকিৎসকের কাছে যাবেন ?



  • চোখের পাতা কাঁপার পাশাপাশি যদি চোখ লাল হয়ে ফুলে যায়, চোখ থেকে জল পড়তে থাকে। তাহলে সতর্ক হওয়া ভাল।

  • চোখের জল পড়ার সঙ্গে চোখে ব্যথা হতে থাকলে সাবধান হতে হবে।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Tandoori Dishes: তন্দুরি ফিশ বা চিকেন প্রিয় ডিশ ? মাঝে মাঝেই খান ? খাওয়ার আগে যা মনে রাখবেন…


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।