Fatty Liver : ভারতে প্রায় ৪০ শতাংশ আক্রান্ত ফ্যাটি লিভারে, কীভাবে চিনবেন রোগ
আপনি কি এই উপসর্গগুলিতে ভুগছেন ? তাহলে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশ !
কলকাতা : আপনি কি এই উপসর্গগুলিতে ভুগছেন ?
- পেট ফুলে যাওয়া ( Abdominal swelling)
- ত্বকের নিচে থাকা ব্লাড ভেসেল ফুলে যাওয়া (Enlarged blood vessels just beneath the skin's surface)
- প্লীহা বেড়ে যাওয়া ( Enlarged spleen)
- হাতের পাতা লাল হয়ে যাওয়া (Red palms)
- অনেক ক্ষেত্রে চোখে হলুদ ভাব (Yellowing of the skin and eyes)
তাহলে অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নিয়ে পুরো পেটের আলট্রাসাউন্ড করিয়ে ফেলুন। কারণ ঠিক এই সমস্যাগুলিই হয় ফ্যাটি লিভারের উপসর্গ। তবে প্রথম দিকে অনেক সময়ই ফ্যাটি লিভারের কোনও উপসর্গই থাকে না। আস্তে আস্তে এক এক করে উপসর্গগুলি সামনে আসে। - পেটে ব্যথা
- ক্ষুধামান্দ্য
- ওজন বৃদ্ধি
- দুর্বলতা বা ক্লান্তি
- বমি বমি ভাব
- চামড়া হলুদ হয়ে যাওয়া
- রক্তের মতো গাঢ় রঙের প্রস্রাব
- ফ্যাকাশে মল
- পায়ে ফোলা
কাদের ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? - ওবেসিটি আছে যাঁদের
- টাইপ 2 ডায়াবেটিস
- ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় যাঁদের
- কোলেস্টেরল হাই যাঁদের
ফ্যাটের পরিমাণ বাড়লে লিভার ফ্যাট নিজের মধ্যে স্টোর করতে পারে। যদি অতিরিক্তি ফ্যাট আসে লিভারে, তখন তার কিছুটা জমা হয় লিভারে, কিছুটা শরীরের অন্যান্য অঙ্গে স্থান পায়। তাতে একজন মানুষ স্থূলকায় হয়ে পড়েন। লিভারের অধিকাংশ কোষ যদি ফ্যাটের স্টোর হয়ে যায়, তখনই তাকে ফ্যাটি লিভার সিনড্রোম বলা হয়ে থাকে। ওই কোষগুলি তখন খাদ্য পরিপাকের কাজটি ভালভাবে করে।
উঠতে পারে না। লিভারের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়, ফ্যাট জমে লিভার বড় হয়ে যায়। অতিরিক্ত মদ্যপানের ফলে যে ফ্যাটি লিভার হয়, তাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার (Alcoholic fatty liver disease) বলা হয়ে থাকে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ ( NAFLD ) হয়ে থাকে অতিরিক্ত তেল-চর্বি জাতীয় ফ্যাটজাতীয় খাবার খেলে।
ফ্যাটি লিভারের সমস্যা স্টেজ ওয়ান ও টু তে থাকলে তা এক্সারসাইজ ও ডায়েটের মাধ্যমে সারিয়ে তোলা যায়। কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেলে কিন্তু ফাইব্রোসিসও হতে পারে। দীর্ঘমেয়াদি ফ্যাটি লিভার রোগীর কিন্তু আরও বড় সমস্যা হতে পারে। লিভার ফেলইয়রের ঘটনাও ঘটতে পারে চূড়ান্ত ক্ষেত্রে। তবে এত আতঙ্কিত না হয়ে সমস্যার সূত্রপাতেই চিকিৎসকের পরামর্শ নিন। নজর দিন জীবনশৈলিতে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )