Cancer Treatment : ক্যান্সারের ওপর সরাসরি হামলা, চিকিৎসায় আনতে পারে যুগান্তর , কী এই ফ্ল্যাশ রেডিওথেরাপি?
Flash Radio Therapy: ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিয়েশন দেওয়ার ফলে শরীরের সুস্থ কোষগুলি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যই এই ফ্ল্যাশ রেডিওথেরাপি।

চিকিৎসাশাস্ত্র উন্নত হচ্ছে রকেট-গতিতে। গত এক দশকে কর্কট রোগের চিকিৎসাতেও হয়েছে বিরাট অগ্রগতি। কিন্তু এখনও ক্যান্সার মানেই ভয়, আতঙ্ক। জীবন-মৃত্যুর মাঝে এক সরু সুতোয় দাঁড়িয়ে থাকার অনুভূতি। সেই সঙ্গে চিকিৎসার বিরাট খরচের বোঝা। কিন্তু এসবের মধ্যেও ইতিবাচক খবর দিল এই গবেষণা। ক্যান্সার মানেই সব শেষ - এই ধারণা ভাঙতে পারে আলট্রা-ফাস্ট রেডিও-থেরাপি।
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য দিতে পারে ফ্ল্যাশ রেডিওথেরাপি। বহুদিন ধরেই ক্যান্সার চিকিৎসা রেডিওথেরাপি নির্ভর। গবেষণা যদি সত্যি হয়, তবে ফ্ল্যাশ রেডিওথেরাপি নামে এই অত্যাধুনিক পদ্ধতি এক সেকেন্ডের মধ্যে সুরাহা দিতে পারে ক্যান্সার রোগীদের। গবেষকদের দাবি, সাধারণ রেডিওথেরাপির চেয়ে এটি ৩০০ গুণবেশি ক্ষমতাসম্পন্নও।
রেডিওথেরাপি দীর্ঘকাল ধরে ক্যান্সারের চিকিৎসার অন্যতম হাতিয়ার। রেডিওথেরাপি অনেকের ক্ষেত্রে কার্যকর হওয়া সত্ত্বেও এই চিকিৎসা পদ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। রেডিওথেরাপি আশেপাশের স্বাস্থ্যকর টিস্যুগুলিরও ক্ষতি করে। বিশেষত মস্তিষ্কের মতো স্পর্শকাতর জায়গায় এই পার্শ্বপ্রতিক্রিয়া বেশ খারাপ। ফ্ল্যাশ রেডিওথেরাপি কয়েক মিলিসেকেন্ডে অত্যন্ত উচ্চ মাত্রার বিকিরণের মারফত দুর্দান্ত ফল দিতে পারে বলে দাবি গবেষকদের। নিউড এক্সে প্রকাশিত প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিয়েশন দেওয়ার ফলে শরীরের সুস্থ কোষগুলি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যই এই ফ্ল্যাশ রেডিওথেরাপি। এটি শুধুমাত্র টিউমারটিকে লক্ষ্য তীক্ষ্ণ ও শক্তিশালী এই বিকিরণ অনেক বেশি কার্যকরী ও অনেক কম ক্ষতিকারক হতে পারে। ২০১০ এর গোড়ার দিকে মেরি-ক্যাথরিন ভোজেনিন এই রেডিয়েশন সংক্রান্ত পরীক্ষায় বেশ ইতিবাচক ফল পান। গবেষণা ইঙ্গিত ,ফ্ল্যাশ রেডিওথেরাপি টিউমার নির্মূল করতে পারবে অনেক দ্রুত আর এর ফলে শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতিও হবে কম। ইতিমধ্যে দেখা গিয়েছে, এই ফ্ল্যাশ রেডিও-থেরাপির পশুদের ক্যান্সার নিরাময়ে বেশ সফল। দেখা গেছে, কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পশুরা সেরে উঠেছে। নিউজ এক্সে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মাথা-ঘাড়ের টিউমার, যা একেবারে মেটাস্ট্যাটিক অবস্থায় পৌঁছে গিয়েছিল, সেগুলির উপরও এই রেডিয়েশন প্রয়োগ করে বেশ ভাল ফল দেখা গিয়েছে ক্লিনিকাল ট্রায়ালে। এই ফ্ল্যাশ রেডিয়েশন স্বাস্থ্যকর টিস্যুগুলির ক্ষতি করেনি। এটাই সবথেকে ইতিবাচক বিষয়।
তবে এই থেরাপি এখনও সহজলভ্য নয়। এই চিকিৎসার জন্য অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন। সেই সঙ্গে এর খরচও অনেকটাই বেশি।
আরও পড়ুন :
ছড়াচ্ছে স্নাুয়ুর বিরল রোগ, মহারাষ্ট্রে মৃত্যুর খবর,GBS নিয়ে কী জানাচ্ছে WHO?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )























