Video Games: ভিডিও গেমে সুফল? কী উপকার হয়?
Video Games Effect: ভিডিও গেমের অপকারিতা নিয়ে বহু আলোচনা হয়েছে। সমস্যা যে রয়েছে তা ঠিকই। কিন্তু ভিডিও গেমের যে সবকিছুই বাজে নয়, তাও বলছেন অনেকে।
কলকাতা: ভিডিও গেম। বর্তমান সময়ে অধিকাংশ শিশু-কিশোরের অবসর সময় কাটানোর অন্যতম উপায়। খেলায় মাঠে নয়, টিভির পর্দাতেই খেলতে স্বচ্ছন্দ শিশু-কিশোরদের একটি বড় অংশ। ফুটবল থেকে ক্রিকেট বা অ্যাকশন গেম। সবেতেই বুঁদ হয়েতে এই প্রজন্ম। ভিডিও গেমের অপকারিতা নিয়ে বহু আলোচনা হয়েছে। সমস্যা যে রয়েছে তা ঠিকই। কিন্তু ভিডিও গেমের যে সবকিছুই বাজে নয়, তাও বলছেন অনেকে। ভিডিও গেম (video game) খেলার কিছু ভাল দিকও রয়েছে বলে উঠে এসেছে বেশ কিছু সমীক্ষায়।
কী কী উপকার হয় ভিডিও গেমে?
১. সমস্যা সমাধানের ক্ষমতা (Problem Solving) বা যুক্তিবোধ (Logic) বৃদ্ধি হয়
২. হ্যান্ড-আই কোঅর্ডিশেন (hand to eye coordination) ভাল হয়
৩. একসঙ্গে অনেককিছু খেয়াল রাখার প্রবণতা বাড়ে
৪. চটজলদি সিদ্ধান্ত (Decision-Making) নেওয়ার ক্ষমতা বাড়ে
৫. মনোযোগের অভ্যাস তৈরি হতে পারে
৬. পর্যবেক্ষণ শক্তি বৃদ্ধির সম্ভাবনা থাকে
কেউ কেউ বলে থাকেন, স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা (strategic thinking) বা ঝুঁকি নেওয়ার প্রবণতাও (risk-taking abilities) বৃদ্ধি পায় বলে দাবি করা হয়। যদিও এই দাবিগুলির বিরুদ্ধে সুর চড়িয়েছেন একাধিক বিজ্ঞানী।
চিকিৎসা সংক্রান্ত (theraptic) কাজে ভিডিও গেমের ব্যবহার কীভাবে করা যায়, তা নিয়েও একাধিক গবেষণা (research) হচ্ছে বিশ্বে।
যদিও এক একজন ব্যক্তির উপর ভিডিও গেমের (video game) প্রভাব এক একরকমের হয়ে থাকে। একজন কতক্ষণ ভিডিও গেম খেলছেন, কী ধরনের গেম খেলছেন তার উপর নির্ভর করে অনেককিছুই। যুদ্ধ বা অ্যাকশনধর্মী (action) গেম থেকে শুরু করে স্ট্যাটেজি মেকিং (strategy making)--নানাধরনের গেম রয়েছে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
আরও পড়ুন: ডায়ালিসিস চলাকালীন চাউমিনও খেতে দেওয়া হয় রোগীকে! ডায়েট নিয়ে ভুল ভাঙালেন পুষ্টিবিদ
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )