Dengue Alert: কোন লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গি হয়েছে? কীভাবেই বা চিকিৎসা করবেন?
জ্বর, ঠান্ডা লাগা, তলপেটে ব্যথা, পেশিতে ব্যথা, মাথার যন্ত্রণা, প্লেটলেট কমে যাওয়া, খিদে চলে যাওয়া, জিভের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন।
কলকাতা: দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ডেঙ্গির (Dengue) প্রকোপ দেখা দিয়েছে। একে করোনা ভাইরাসের হানায় বিপর্যস্ত জনজীবন। সংক্রমণ এড়াতে নানা বিধি নিষেধ মেনে চলতে হচ্ছে। তার উপর এবার হানা দিয়েছে ডেঙ্গি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু করা গেলে ডেঙ্গি থেকে সেরে ওঠা সম্ভব। তবে, উপসর্গগুলির দিকে নজর রাখা জরুরি।
ডেঙ্গির প্রাথমিক উপসর্গগুলি কী কী ? (Dengue Symptoms)
১. বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গি হলে শুরু থেকেই অত্যধিক মাত্রায় জ্বর দেখা দেবে।
২. প্রবল মাথার যন্ত্রণা।
৩. শরীরের বিভিন্ন পেশিতে যন্ত্রণা হতে পারে।
৪. চোখের ভিতরে বা চোখের পিছন দিকে যন্ত্রণা।
৫. গাঁটে ব্যথা।
৬. বমি বমি ভাব।
৭. মাথা ঘোরা।
৮. ত্বকের সমস্যা। ত্বকে চুলকানি কিংবা ফুসকুড়িজাতীয় উপসর্গ দেখা দিতে পারে।
ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে কী কী লক্ষণ দেখা যায়?
১. চিকিৎসকদের মতে, প্রাথমিক উপসর্গের পর ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ৩ থেকে ৭ দিনের মাথায় জ্বর একইরকম থাকবে কিংবা আরও বাড়বে।
২. তলপেটে প্রবল ব্যথা হওয়া।
৩. বমি হওয়া।
৪. প্রস্রাবের সঙ্গে রক্ত দেখা দিতে পারে।
৫. নাক এবং মাড়ি থেকে রক্তপাত।
৬. প্লেটলেট মারাত্মক হারে কমে যাওয়া।
৭. শরীরে একেবারেই জোর না পাওয়া।
আরও পড়ুন - World Diabetes Day 2021: কোন উপসর্গ দেখে বুঝবেন মধুমেহ রোগে আক্রান্ত হয়েছেন?
বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের মতে, একেবারেই শুরুতে জ্বর, ঠান্ডা লাগা, তলপেটে ব্যথা, পেশিতে ব্যথা, মাথার যন্ত্রণা, প্লেটলেট কমে যাওয়া, খিদে চলে যাওয়া, জিভের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। চিকিৎসা শুরু হতে দেরি হলে অঙ্গহানি এমনকি প্রাণহানিও হতে পারে বলে জানাচ্ছেন তাঁরা।
ডেঙ্গির উপসর্গ দেখা দিলে রোগীকে একেবারেই সম্পূর্ণ বিশ্রামে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শরীরে জলীয়ভাব বজায় রাখা খুবই জরুরি এই সময়ে। রোগীকে বেদানা, পেঁপে, বিট, কিউয়ি এবং সবুজ শাক-সব্জি খেতে দেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। এই সময়ে সাদা জলের তুলনায় নারকেলের জল বেশি পরিমাণে খেতে দেওয়া দরকার।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )