Mosambi Peels Benefit: সহজলভ্য এই ফলের খোসাতেই দূর হবে ক্যানসার: তথ্য
যাঁদের শরীরে আগে থেকেই অন্য কোনও অসুখ বাসা বেঁধে রয়েছে, তাঁদের জন্য মারাত্মক ভয়ঙ্কর করোনাভাইরাস।যাঁরা মধুমেহ, ক্যানসার কিংবা অন্যান্য কোনও জটিল রোগে আক্রান্ত তাঁদের ক্ষেত্রে করোনায় মৃত্যুর ঝুঁকিও বেশি
কলকাতা: মারণ রোগ ক্যানসার (Cancer)। সঠিক সময় চিকিৎসা শুরু হলে হয়তো এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় ঠিকই। কিন্তু চিকিৎসা শুরু হতে একটু দেরি হলেই প্রাণ কেড়ে নেয়। সমীক্ষকরা জানান, সারা বিশ্বে একটা বড় সংখ্যক মানুষ প্রতিবছর ক্যানসারে আক্রান্ত হন এবং বহু মানুষ প্রাণ হারান।
গত দুটো বছর ধরে করোনা পরিস্থিতি চলছে। ইতিমধ্যেই দেশ তথা গোটা রাজ্যে বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং এই মারণ ভাইরাসে প্রাণও হারিয়েছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই রোগের হাত থেকে মুক্তি দিতে পারে একমাত্র শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। যাঁর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়েছে, সেই একমাত্র এই ভাইরাসের হাত থেকে রেহাই পেতে পারে। তার সঙ্গে বিশেষজ্ঞরা এটাও জানাচ্ছেন যে, যাঁদের শরীরে আগে থেকেই অন্য কোনও অসুখ বাসা বেঁধে রয়েছে, তাঁদের জন্য মারাত্মক ভয়ঙ্কর করোনাভাইরাস। বিশেষ করে যাঁরা মধুমেহ, ক্যানসার কিংবা অন্যান্য কোনও জটিল রোগে আক্রান্ত তাঁদের ক্ষেত্রে করোনায় মৃত্যুর ঝুঁকিও বেশি। তাই এই পরিস্থিতিতে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি।
আরও পড়ুন - Health Tips: রান্নাঘরে থাকা এই দুই খাবারেই বাড়বে ওমিক্রন প্রতিরোধের ক্ষমতা
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মুসুম্বি লেবু তো আমরা প্রায়শই খেয়ে থাকি। এই ফলের গুণাগুণ জেনে হোক কিংবা না জেনে, মুসুম্বি লেবু খেতে ভালোবাসেন বহু মানুষ। সম্প্রতি IIT (BHU) গবেষকরা একটি তথ্য প্রকাশ করেছেন, যেখানে বলা হচ্ছে, মুসুম্বি লেবুর খোসাতেই প্রতিরোধ করা যাবে ক্যানসার।
মুসুম্বি লেবুর খোসা ফেলে দেন? গবেষকরা জানাচ্ছে, এই ফলের খোসা প্রাণঘাতী ক্যানসার রোগ প্রতিরোধ করতে সক্ষম। তাঁরা জানাচ্ছেন, এই ফলের খোসা জল থেকে ভারী ধাতু দূর করে ক্যানসার প্রতিরোধ করে। তাঁদের মতে, লেড, কপার, ক্যাডমিয়াম জাতীয় ভারী ধাতু আমাদের শরীরে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। গবেষকরা মুসুম্বি লেবুর খোসা শুকিয়ে তা গুঁড়ো করে জলে মিশিয়ে পরীক্ষা করে দেখেন যে, খুব সহজেই এই ফলের খোসা জল থেকে এই সমস্ত ক্ষতিকর ধাতু আলাদা করতে শুরু করেছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )