Omicron : ওমিক্রন শুধু মৃদু উপসর্গ নিয়েই আসবে, এতটা নিশ্চিত হওয়ার সময় এখনও আসেনি, সতর্ক করলেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা
Omicron cause mild illness : ইতিমধ্যেই ২৩ টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই প্রজাতি। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টার থেকেও অনেক বেশি সংক্রামক ওমিক্রন।
বিশ্বের তাবড় বিজ্ঞানীরা আগে দাবি করেছিলেন, ওমিক্রন ভ্যারিয়েন্টটি (Omicron)শুধুমাত্র হালকা অসুস্থতার কারণ হবে। তবে এখন ওমিক্রন-আক্রমণে জর্জরিত দক্ষিণ আফ্রিকার (South Africa) তাবড় বিজ্ঞানীরা দাবি করছেন, ওমিক্রন কী ঘটাতে পারে এই নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। এরপ্রভাব কতটা ক্ষতিকর, এখনই তা নির্ধারণ করার সঠিক সময় আসেনি ।
করোনাভাইরাসের এই স্ট্রেনের প্রকৃত প্রভাব নির্ধারণ করা বর্তমানে কঠিন । কারণ, এই স্ট্রেনে এখনও পর্যন্ত বেশিরভাগ যুবারাই আক্রান্ত হয়েছে। সাধারণত এই বয়সীরা, রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে আরও ভালভাবে সক্ষম। তাই হয়ত কিছু সময় অল্প উপসর্গে ভুগে ভাইরাস মুক্ত হয়ে যাচ্ছে তারা।
এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস-(National Institute for Communicable Disease)এর তরফে বলা হয়েছিল যে দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান বলছে, বুধবারের হিসেব অনুসারে, ২৪ ঘন্টায় প্রায় দ্বিগুণ সংক্রমণ হয়েছে দক্ষিণ আফ্রিকায়। Omicron সে দেশে এখন দাপিয়ে বেড়াচ্ছে।
আরও পড়ুন :
দক্ষিণ আফ্রিকা থেকে এসেই উপসর্গ, ধরা পড়ল সংক্রমণ, মার্কিন মুলুকে প্রথম ওমিক্রন-সংক্রমণ
দক্ষিণ আফ্রিকার টিকাদানের হার পশ্চিমী দেশগুলি এবং চিনের তুলনায় কম। কিন্তু বেশিরভাগ আফ্রিকান দেশগুলির থেকে বেশি, জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রন’। ইতিমধ্যেই ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই প্রজাতি। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টার থেকেও অনেক বেশি সংক্রামক ওমিক্রন।
নিউইয়ারের আগের বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার নতুন এই প্রজাতি! ফের সেই ভয়ঙ্কর আতঙ্কের ভ্রুকুটি। ফের করোনার জেরে থমকে যাবে নাকি বিশ্ব? ফের ফিরে আসবে না তো ‘লকডাউন’ শব্দটা? ওমিক্রন যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার ইঙ্গিত হল করোনার বেটা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল ৬টি, ডেল্টায় ১০টি আর আর সেখানে এই ওমিক্রন ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন ঘটিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সূত্রে খবর, সবার প্রথমে ‘ওমিক্রন’-এর হদিশ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। ক’দিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ে
- অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া
- বেলজিয়াম
- কানাডা
- জার্মান
- জাপান
- স্পেন
ব্রিটেন-সহ ২৩টি দেশে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )