Omicron In US: দক্ষিণ আফ্রিকা থেকে এসেই উপসর্গ, ধরা পড়ল সংক্রমণ, মার্কিন মুলুকে প্রথম ওমিক্রন-সংক্রমণ
Omicron First Case In US: দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন ক্যালিফোর্নিয়া (california) ওই ব্যক্তি। তারপরই করোনার কিছু হালকা উপসর্গ দেখা যায় তাঁর মধ্যে । তিনি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।
নয়াদিল্লি : মার্কিন মুলুকে প্রথম ওমিক্রন (omicron) আক্রান্তের হদিশ মিলল। সরকারি ভাবে ঘাষণা করা হয়েছে বিষয়টি। সম্প্রতি ওমিক্রনের ঝুঁকিপূর্ণ দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন ক্যালিফোর্নিয়া (california) ওই ব্যক্তি। তারপরই করোনার কিছু হালকা উপসর্গ দেখা যায় তাঁর মধ্যে । তারপর পরীক্ষা করে দেখা যায় তিনি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। উল্লেখযোগ্য বিষয় , ওই ব্যক্তির কিন্তু ভ্য়াকসিনের (corona vaccine )দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছিল।
মার্কিম মুলুকে এটিই প্রথম ওমিক্রনের কেস। যদিও সকলকে নিশ্চিন্ত করে বলা হয়েছে, ওই ব্যক্তির উপসর্গগুলি খুবই মৃদু। তাড়াতাড়ি সেরেও উঠছেন। সে-দেশের স্বাস্থ্য অধিকর্তা ফুসি আগে বলেছিলেন. ওমিক্রনের বিষয়টি সময়ের বিষয়। সকলকে মাস্ক পরে থাকার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন :
বিশ্বের ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, উদ্বেগ বাড়িয়ে জানাল WHO
আক্রান্ত ব্যক্তির এখনও করোনার বুস্টার ডোজ নেওয়া হয়নি। তাই প্রশাসনের তরফে নাগরিকদের বারবার করে বুস্টার ডোজটি নিয়ে নেওয়ার নির্দেশ দেন। আক্রান্ত ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে গত ২২ নভেম্বর ফেরেন। আর ২৯ নভেম্বর থেকে দেখা যায় তাঁর মধ্যে করোনাভাইরাসর মৃদু উপসর্গগুলি।
ভারতেও ওমিক্রন সতর্কতা তুঙ্গে। 'Countries at-Risk' অর্থাৎ সংক্রমণের নিরিখে ঝুঁকিতে থাকা দেশ থেকে যে সব বিমান ওমিক্রন আক্রান্ত দেশ থেকে ভারতে আসছে, অথবা যে সব বিমান ভারতে আসার পথে ওমিক্রন পীড়িত দেশের মাটি স্পর্শ করছে, সেই সব বিমানের যাত্রীদের জন্য মঙ্গলবার রাত ১২টার পর থেকে দেশের সব আন্তর্জাতিক বিমান বন্দরে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। বাধ্যতামূলক করা হয়েছে RTPCR টেস্ট। আর প্রথম দিনের পরীক্ষাতেই ৬ জন করোনা পজিটিভ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ট্যুইট করা বিবৃতিতে জানানো হয়েছে, ওমিক্রন আক্রান্ত বিভিন্ন দেশ থেকে আসা ১১টি আন্তর্জাতিক বিমানের ৩ হাজার ৪৭৬ জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৬ জন করোনা পজিটিভ।
ক্রিসমাস, নিউইয়ারের আগে বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার নতুন প্রজাতি। দক্ষিণ আফ্রিকায় হদিশ পাওয়ার পর ইতিমধ্যেই ১৭টি দেশে নিজের জাল বিছিয়েছে ওমিক্রন। এই পরিস্থিতিতে সতর্কতামূলক আরও কড়া পদক্ষেপ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওমিক্রনের প্রভাব পড়েনি, এমন দেশ থেকেও যাঁরা আসবেন, বিমানবন্দরে RTPCR টেস্টের মধ্যেই দিয়ে যেতে হবে
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )