Long-COVID Symptom: লং কোভিডের যে উপসর্গ দেখা দেয় শুধুমাত্র রাত্রে, জানুন বিশদে
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লং কোভিডের (Long Covid) এমন এক উপসর্গ সম্পর্কে সম্প্রতি জানা গিয়েছে, যা দেখা দিচ্ছে শুধুমাত্র রাতে। জেনে নিন কী সেই উপসর্গ।
কলকাতা: গত দুটো বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বে চলছে করোনা (Coronavirus) পরিস্থিতি। বহু মানুষ এই অতিমারিতে প্রাণ হারিয়েছেন। বহু মানুষ হারিয়েছএন তাঁর প্রিয়জনকে। চিনের উহান শহর থেকে প্রথম ছড়ায় এই মারণ ভাইরাস। তারপর তা ধিরে ধিরে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এখনও পর্যন্ত করোনা অতিমারির প্রকোপ একেবারে কেটে যায়নি। এখনও বহু মানুষ রোজ সংক্রমিত হচ্ছেন। সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি লং কোভিডেও (Long Covid) আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লং কোভিডের এমন এক উপসর্গ সম্পর্কে সম্প্রতি জানা গিয়েছে, যা দেখা দিচ্ছে শুধুমাত্র রাতে। জেনে নিন কী সেই উপসর্গ।
লং কোভিডের উপসর্গ- (Long Covid Symptoms)
বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে, সারা বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষের মধ্যে করোনা সংক্রমিত হওয়ার হালকা উপসর্গ দেখা দিচ্ছে। জ্বর এবং আরও কিছু উপসর্গ দেখা দিচ্ছে। যা সেরেও যাচ্ছে সপ্তাহ দুয়েকের মধ্যে। যদিও বিশেষজ্ঞরা সাবধান করে জানাচ্ছেন যে, কোভিড১৯-এর উপসর্গ যদিএকটানা দেখা দেয়, তাহলে তা সেরে উঠতেও সময় লাগে। এবং বড় ছোট কোনও উপসর্গই এড়িয়ে যাওয়া উচিত নয়। লং কোভিডে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। যা থেকে সেরে উঠতেও বেশ কিছুটা বেশি সময় লাগছে।
আরও পড়ুন - Summer Diet Tips: কেন গরমকালে অবশ্যই খাওয়া দরকার সাদা পেঁয়াজ?
লং কোভিডের একমাত্র উপসর্গ। যা দেখা দেয় শুধুমাত্র রাতে। কী পড়েই অবাক হয়ে গেলেন বুঝি? অবাক হলেও এটাই সত্যি। লং কোভিডের ক্ষেত্রে উপসর্গও নানারকমের দেখা দিচ্ছে। কিন্তু এই সমস্ত উপসর্গর মধ্যে একটি উপসর্গ দেখা দিচ্ছে শুধুমাত্র রাতে। আর সেই উপসর্গ আর কিছু নয়, অনিদ্রার সমস্যা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লং কোভিডে আক্রান্ত রোগীদের মধ্যে অনিদ্রার সমস্যা বা ইনসমনিয়া রোগে আক্রান্ত হচ্ছেন। যাঁরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস রয়েছে, তাঁরা পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে না। এর ফলে তাঁরা আরও দুর্বল হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ বিশেষজ্ঞদের।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )