কলকাতা: হাঁটুর ব্যথা খুব সাধারণ একটা সমস্যা। এই সমস্যার নির্দিষ্টি কোনও বয়স থেকে। ছোট থেকে বড় সকলের মধ্যেই হাঁটুর ব্যথার সমস্যা দেখা দিতে পারে। গাঁটের ব্যথা থেকে পেশিতে টান ধরা কিংবা স্নায়ুর সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাঁটুর ব্যথার আরও নানা কারণ রয়েছে। কিন্তু মূল কারণগুলো কি জানা আছে?
কী কী কারণে হয় হাঁটুর ব্যথা?
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাঁটুর ব্যথার আলাদা আলাদা ধরন রয়েছে। এর কোনওটা লিগামেন্টে চোটের কারণে। কোনওটা আবার কোনও আঘাতের কারণে। অ্যাথলিটদের হাঁটুর ব্যথা একরকম। সাধারণ মানুষদের হাঁটুর ব্যথা একরকম।
২. চিকিৎসকদের মতে, পেশিতে টানের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। অনেক সময়ই হাঁটা চলা করার সময়, খেলাধুলো করার সময় আমাদের হাঁটুতে টান লাগে। সেই বিশেষজ্ঞদের মতে, স্টেরয়েড ইংজেকশনের কারণেও হাঁটুতে ব্যথার সমস্যা দেখা দিতে পারে।
৩. হাড়ে চোট লাগার কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, আগে কখনও দুর্ঘটনার সময় হাড় ভেঙে গেলে পরবর্তীকালেও ব্যথা থেকে যায়। দুর্ঘটনাবশত যদি হাড় ভেঙে যায়, তাহলে হাঁটুতে ব্যথা পরবর্তীকালেও ভোগ করতে হয়।
আরও পড়ুন - Walnuts: আখরোট কি স্বাস্থ্যের জন্য আদৌ উপকারী?
৪. হাড় ভাঙার পর বা চিড় খাওয়ার পর যদি চিকিৎসকেরা নিক্যাপ ব্যবহার করার পরামর্শ দেন, তাহলে তা সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন। নিক্যাপ সঠিকভাবে ব্যবহার না করলে ক্ষতিগ্রস্ত জায়গায় ক্ষত একইরকমভাবে থেকে যায়। সঠিকভাবে সারে না। ক্ষত সঠিকভাবে না সারলে অথবা চিড় ধরা জায়গায় যদি মাংস গজিয়ে যায়, তাহলে সেই জায়গায় ব্যথা থেকে যায় পরবর্তীকালেও।
৫. ইনফেকশনের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। হাঁটুর চারপাশে লাল হয়ে থাকলে, চুলকানির সমস্যা দেখা দিলে, হাঁটুর ত্বকে সমস্যা দেখা দিলে অথবা গরম হয়ে থাকলে, বুঝতে হবে ইনফেকশন হয়েছে। এই পরিস্থিতিতে হাঁটুতে ব্যথা হতে পারে।
হাঁটুর ব্যথা অতিরিক্ত হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা দরকার। নাহলে ব্যথা বাড়লে বাতের সমস্যা দেখা দিতে পারে। আর্থারাইটিসের সমস্যাও দেখা দিতে পারে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।