এক্সপ্লোর
Advertisement
Hair Care Tips: শ্যাম্পু করার পর চুল ধোবেন কীভাবে, দেখে নিন কিছু সঠিক নিয়ম
Lifestyle Tips: চুলের স্বাস্থ্য ভাল রাখতে কী কী করবেন দেখে নিন।
Hair Care: চুলের যত্নের ক্ষেত্রে সবার আগে প্রয়োজন সঠিক ভাবে চুল পরিষ্কার (Hair Care Tips) রাখা। যাঁরা প্রতিদিন বাইরে বেরোন, তাঁদের ক্ষেত্রে নিয়মিত ভাবে শ্যাম্পু করা প্রয়োজন। কিন্তু শুধু শ্যাম্পু (Hair Care) করলেই হবে না। চুল সঠিক ভাবে ধুয়ে নেওয়ায় একই ভাবে প্রয়োজনীয়। অর্থাৎ শ্যাম্পু করার পর চুল সঠিক ভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চুলের যত্নের জন্য সবচেয়ে বেশি দরকার। চুল ধুয়ে নেওয়ার এবং অন্যান্য ভাবে যত্ন করার জন্য কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। তাহলে আপনার চুল ঠিক থাকবে। বলা ভাল চুলের স্বাস্থ্য বজায় থাকবে। কী কী করবেন দেখে নিন একনজরে।
- শ্যাম্পু করার আগে ভালভাবে চুল ভিজিয়ে নিতে হবে। খুব গরম জল দিয়ে কখনই চুল ধোবেন না। এতে চুলের গুণমান নষ্ট হয়ে যায়। শ্যাম্পুর মধ্যে পারলে কিছুটা জল মিশিয়ে তারপর তা চুলে লাগাতে হবে। আলতো হাতে ম্যাসাজ করা প্রয়োজন। খুব জোরে ঘষে ঘষে চুলে শ্যাম্পু লাগাবেন না।
- চুল যতটা লম্বা সেই অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করুন। বেশি শ্যাম্পু দিলেই চুল ভাল পরিষ্কার হবে, এমনটা নয়। অতএব খুব বেশি পরিমাণে শ্যাম্পু ব্যবহার না করাই ভাল। চুলের ধরন অনুযায়ী বেছে নিতে হবে শ্যাম্পু। যাঁদের চুল অতিরিক্ত রুক্ষ এবং শুষ্ক, তাঁরা পারলে শ্যাম্পু করার আগে চুলে ভাল করে তেল ম্যাসাজ করে নিন। এর ফলে চুলের রুক্ষ ও শুষ্ক ভাব কমবে।
- চুলে শ্যাম্পু লাগানোর পর হাতের আঙুলের ডগা দিয়ে আলতো হাতে ম্যাসাজ করুন। মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে খুব বেশি জোরে ঘষে ম্যাসাজ করবেন না। এতে চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে। হাতে বড় নখ থাকলে সাবধানে চুলে শ্যাম্পু লাগাবেন। স্ক্যাল্পে কখনই নখ দিয়ে চুলকাবেন না।
- শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার বা হেয়ার সিরাম লাগানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। খেয়াল রাখতে হবে কোনওভাবেই যেন স্ক্যাল্পে কন্ডিশনার বা সিরাম লেগে না যায়। কন্ডিশনার লাগানোর পর তা ভালভাবে ধুয়ে নিতেও হয়। চুলের মধ্যে শ্যাম্পু বা কন্ডিশনার কোনও কিছুই একটুও থেকে গেলে তা চুলের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
- চুল ধুয়ে নেওয়ার পর ভালভাবে তা শুকিয়ে নেওয়াও প্রয়োজন। এক্ষেত্রে নরম তোয়ালে দিয়ে চুলের জল আলতো হাতে মুছে নিতে হবে। খুব জোরে জোরে ঘষে চুল মুছবেন না। এতে চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে। চুলের জল মুছে নেওয়ার ক্ষেত্রে নরম কাপড় বা তোয়ালে, সুতির গামছা এসব ব্যবহার করা প্রয়োজন।
আরও পড়ুন- শীতে চুলের যত্নে ভরসা হোক ঘরে তৈরি তেল, তৈরি করবেন কীভাবে?
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
মালদা
Advertisement