Coronavirus : ভয়ঙ্কর খবর চিন থেকে ! বাদুড়ের শরীরে নতুন করোনাভাইরাস, মানুষের শরীরেও মারতে পারে ছোবল
কোভিড-১৯ এর চিনা-যোগ নিশ্চয়ই এখনও ভোলেনি কেউই। তাই ঈশান কোণে সিঁদুরে মেঘ দেখছেন সকলে।

আবারও কি ফিরবে করোনা ভাইরাসের আতঙ্ক? সেকথা এখনই বলা কঠিন। কিন্তু চিনে আবারও সিঁদুরে মেঘ দেখাল বাদুড়। আবারও বাদুড়ের দেহে পাওয়া গেল এমন ভাইরাসের নমুনা , যার গোত্র মোটামুটি সার্স-কোভ-২ এর মতোই। আর বিজ্ঞানীরা দাবি করছেন, এই ভাইরাসও মানুষের শরীরে থাবা বসাতে সক্ষম। আর নতুন এই ভাইরাস খুঁজে পেয়েছে চিনের গুয়ানঝাউয়ের গবেষণাগারে। কোভিড-১৯ এর চিনা-যোগ নিশ্চয়ই এখনও ভোলেনি কেউই। তাই ঈশান কোণে সিঁদুরে মেঘ দেখছেন সকলে।
জানা গিয়েছে, এই নতুন ভাইরাসের নাম HKU5-CoV-2। একটি চিনা গবেষক দল এই ভাইরাস নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন। ভাইরোলজিস্ট শি ঝেঙ্গলি, যিনি তাঁর কোভিড-রিসার্চের জন্য "Batwoman" বলেই পরিচিত। তিনিই আছেন এই নয়া ভাইরাসের গবেষণার পিছনে। প্রাথমিক পরীক্ষায় পরিষ্কার হয়ে গিয়েছে, এই ভাইরাস মানুষের শরীরেও সংক্রমিত হবে। HKU5-CoV-2 -এর সেল-সারফেস প্রোটিনের গঠন হুবহু সার্স-কোভ-২-এর মতোই। ‘সেল’নামক এক সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত রিসার্চ পেপারটি ।
বন্যপ্রাণীদের মধ্যে শত শত ধরনের করোনাভাইরাসের অস্তিত্ব রয়েছে। তবে এর মধ্যে মাত্র কয়েকটিই মানুষকে সংক্রমিত করতে পারে। HKU5-CoV-2 ভাইরাসটি হংকংয়ে জাপানি পিপিস্ট্রেল বাদুড়ের মধ্যে প্রথম পাওয়া যায়।
২০১৯ সালের ডিসেম্বরে চিনে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের হদিশ মেলে। তারপর ঝড়ের গতিতে ভাইরাসটি বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। এর পরের ইতিহাস ভোলার নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারিতে করোনা-সংক্রমণকে আন্তর্জাতিক স্বাস্থ্য উদ্বেগ বলে চিহ্নিত করে। এরপর তা ক্রমে মহামারী ও অতিমারীর আকার নেই। সেই সময়ের মৃত্যুমিছিল, লকডাউন, চিকিৎসাক্ষেত্রে হাহাকার - কিছুই মানুষ ভোলেনি। এক মহামারী সারা বিশ্বের অর্থনীতির উপর যে আঘাত হেনেছিল, সেই ক্ষত সারলেও, ক্ষতের দাগ এখনও স্পষ্ট। তাই ওই ফ্যামিলিরই আরেকটি ভাইরাসের খোঁজ আবার ভয় ধরাচ্ছে মানুষের মনে।
তবে গবেষণার পিছনে থাকা "Batwoman" নিজেই বলছেন, ২০১৯ সালের তুলনায় এবার এই ধরনের SARS ভাইরাসের বিরুদ্ধে মানুষের প্রতিরোধক্ষমতা বেড়েছে। ভাইরাসের সঙ্গে লড়াই করার হাতিয়ারও রয়েছে চিকিৎসকদের হাতে। এই মাসের শুরুতে, সিয়াটেলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং উহান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলে করা আরেকটি গবেষণায় দাবি করেছেন, HKU5 স্ট্রেন বাদুড় এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ACE2 রিসেপ্টরের সঙ্গে আবদ্ধ হতে পারে। তবে মানুষের শরীরে ছড়াতে এই ভাইরাস কতটা সক্ষম, তা এখনও বোঝা যাচ্ছে না।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
