Numerology Prediction February 2023: ফেব্রুয়ারিতে এই ৪ রাশির ভাগ্যে বড় বদল হতে চলেছে, কী জানাচ্ছে সংখ্যাতত্ত্ব
Numerology Prediction: কোন কোন রাশির জাতকদের ভাগ্য ফিরতে চলেছে? সংখ্যাতত্ত্বের বিচারে ফেব্রুয়ারি মাসে যেমন ২ নম্বর যাদের সংখ্যা সেই জাতকরা পূর্ণ সমর্থন পাবেন।
নয়া দিল্লি: সংখ্যাশাস্ত্র অনুসারে, ফেব্রুয়ারি মাসটি কিছু রাশির জন্য খুব ভাল হতে চলেছে। এ মাসে কোনও না কোনও রাশির জাতক জাতিকারা ভাগ্যের সহযোগিতা পাবেন, এমনটাই জানিয়েছে সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞরা। র্যাডিক্স ২ এফএফটি অ্যালগরিদম অনুসারে, একাধিক জাতকদের ফেব্রুয়ারি মাসে সৌভাগ্য ফিরতে চলেছে। আপনার যে সমস্ত কঠিন অমীমাংসিত কাজ ছিল, সেগুলির সবকটিই এই মাসে শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই মাসে আপনার বাকি থাকা গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন।
কোন কোন রাশির জাতকদের ভাগ্য ফিরতে চলেছে? সংখ্যাতত্ত্বের বিচারে ফেব্রুয়ারি মাসে যেমন ২ নম্বর যাদের সংখ্যা সেই জাতকরা পূর্ণ সমর্থন পাবেন। ব্যাঙ্ক এবং আদালতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভজনক জায়গায় থাকবে। বিয়ের ক্ষেত্রে শুভ সময়ও আসন্ন। এই সময় তাই দেবীসুক্তম পাঠ করতে পারেন।
Radix 4 সংখ্যাতত্ত্ব অনুসারে, এই মাসে ৪ নম্বর যাদের শুভ সংখ্যা তাঁদের জন্য ভাল সময়। স্থাবর সম্পত্তি যাঁদের রয়েছে সেখানে আইনি জটিলতার সমাধান হতে পারে। তবে এই মাসে রাগ এবং কথাবার্তা নিয়ন্ত্রণ করা যেতে পারে।
আরও পড়ুন, ফাল্গুন প্রেমের মাস, ধর্মেরও বটে ! এই দেবতাদের পুজোয় মিলবে সুফল
সংখ্যাতত্ত্ব অনুসারে ৫ সংখ্যা যাঁদের জীবনে শুভ সংখ্যা সেই সকল রাশিদের জন্য ভাল সময় এই মাসে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন। পদোন্নতির সম্ভাবনাও থাকবে। বিতর্ক এড়িয়ে চলুন। শুক্রবার করে শ্রীসূক্ত পাঠ করা উচিত।
সংখ্যাতত্ত্ব এও জানাচ্ছে যে ৭ যাঁদের শুভ সংখ্যা তাঁদের জন্য এই মাস অত্যন্ত লাভজনক হতে চলেছে। এই মাসে আপনার অনেক লাভও হবে। নানা আর্থিক সুবিধাও পেতে পারেন। পরিবারে পরিবেশও ঠিক থাকবে।