Health Update: প্রিম্যাচিওর হয়েও কঠিন রোগের সঙ্গে লড়াই, সেরে উঠে মিরাকল দেখাল এই যমজ
Premature Twins Survive Rare Health Issue: মাত্র ২৪ সপ্তাহের মাথায় জন্ম হয় দুই শিশুর। জন্মের পরেই কঠিন রোগ ধরা পড়েছিল। ছিল না বাঁচার আশা।
কলকাতা: মিরাকল বেবির জন্ম হল চেন্নাইয়ে। মাত্র ২৪ সপ্তাহেই জন্ম হল দুই শিশুর। জন্মের পর দুজনেই ভুগছিল কঠিন রোগে। একজনের হয়েছিল হার্নিয়া অন্যজনের কনজেনিটাল হার্ট ডিফেক্ট। অর্থাৎ জন্মগত হার্টের সমস্যা। এই দুই কারণে শিশু দুটির বাঁচার আশা ছিল না বললেই চলে। তবে চিকিৎসকদের হাতযশেই প্রাণ ফিরল দুই শিশুর। ২৪ সপ্তাহে জন্মেও এখন বহাল তবিয়তে রয়েছে দুজনেই।
প্রিম্যাচিওর বেবি হওয়াতেই বেশি ঝুঁকি
২৪ সপ্তাহে গর্ভে থাকার পর জন্ম হয় দুজনের। যার ফলে দুজনেই আসলে ছিল প্রিম্যাচিওর বেবি। প্রিম্যাচিওর শিশুদের শরীরে নানা ধরনের জটিলতা থাকে। এমনকি এমন শিশুদের বাঁচার সম্ভাবনা সাধারণ শিশুদের তুলনায় কিছুটা কম থাকে। শিশু ঠিক মতো জীবিত থাকলেও সুস্থ স্বাভাবিক জীবন পেতে বেশ কিছুটা সময় লাগে। অথবা বেশ কিছু ক্ষেত্রে তা সম্ভব হয় না। এই দুই শিশুর ক্ষেত্রে পরিস্থিতি তেমনটাই ছিল।
গোদের উপর বিষফোঁড়া
একেই প্রিম্যাচিওর শিশু। তার উপর দুটি কঠিন রোগে আক্রান্ত ছিল দুজনে। একজনের শরীরে হার্নিয়া ধরা পড়ে জন্মের পর। অন্যজনের শরীরে হার্টের রোগ দেখা যায়। যা মাতৃগর্ভ থেকেই ছিল। এই দুই সমস্যার জেরে শিশুদের বাঁচানো আরও কঠিন ছিল। তবে সেই যুদ্ধও জয় করল দুই শিশু। নেপথ্যে দক্ষ চিকিৎসকদের হাত।
কী বলছেন চিকিৎসকরা ?
চেন্নাইয়ের ক্লাউডনাইন হাসপাতালের চিকিৎসকদের চেষ্টাতেই এই দুই যমজ শিশুদের বাঁচানো সম্ভব হয়েছে। শিশুদের মধ্যে একজনের ওজন ছিল ৬২০ গ্রাম। অন্য আরেকজনের ওজন ছিল ৭২০ গ্রাম। ক্লাউডনাইন গ্রুপ অফ হসপিটালের নিউন্যাটোলজিস্ট ও পেডিট্রিশিয়ান চিকিৎসক দিলীপ কুমার এস সংবাদ মাধ্যম আইএএনএস-কে বলেন, দুই যমজ শিশুই ২৪ সপ্তাহের মাথায় জন্মেছে। শারীরিক জটিলতা সত্ত্বেও তাঁদের সুস্থ করে তোলা সম্ভব হয়েছে। চিকিৎসকের কথায়, এই দুইজনই মিরাক্কেল বেবি দুজনেরই প্রাণ সংস্কৃতি। একজনের হার্নিয়া অস্ত্রোপচার হয় এবং আরেকজনের পেটেন্ট ডাকটাস আরটেরাওসাস বা পিডিএ সার্জারি করা হয়। পিডিএ সার্জারি করার কারণ হার্টের সমস্যা।
সমস্যা ছিল ফুসফুসেও
যেহেতু প্রিম্যাচিউর বেবি, তাই ফুসফুসের সমস্যা ছিল দুজনেরই। তাদের ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু তা হলেও সঠিকভাবে শ্বাস-প্রশ্বাস চলছিল না। কারণ ফুসফুস দুটি যথেষ্ট পরিণত ছিল না। চিকিৎসক দিলীপ কুমারের কথায়, তাদের বহুবার মনে হয়েছে যে শিশু দুটিকে বাঁচানো সম্ভব না। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত আশঙ্কাই মিথ্যে প্রমাণ করে দিল মিরাকল বেবিরা।
আরও পড়ুন - Stroke In Diabetes: ডায়াবেটিস থাকলেই স্ট্রোকের ঝুঁকি ? বলে দেবে অন্য একটি রোগ
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )