Statin Therapy Benefits For Heart: ভারতীয়দের মধ্যে যে রোগে মৃত্যুর হার সবচেয়ে বেশি, সেই তালিকাতেই রয়েছে হার্টের রোগ। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, হার্টে ব্লকেজের কারণে নানা ধরনের রোগ হতে পারে। আর এই রোগগুলির জেরেই মৃত্যু হয় অধিকাংশ ভারতীয় নাগরিকের। এবার সেই মারণরোগেরই সুরাহা পাওয়া গেল। দেখা গিলে হার্টের রোগ ঠেকাতে পারে স্ট্যাটিন থেরাপি। এই থেরাপি ৮৫ বছরের বেশি বয়স্কদের মধ্যে হার্টের রোগ অনেকটাই কমিয়ে দেয়। একটি গবেষণায় মিলেছে এই তথ্য।
হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষণা
হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, স্ট্যাটিন থেরাপি রক্তের কোলেস্টেরল কমানোর একটি থেরাপি। এতদিন ৭৫ বছরের বেশি বয়সি রোগীদের উপর স্ট্যাটিন থেরাপি খুব স্বল্পমাত্রায় প্রয়োগ করা হত। কারণ এর পার্শপ্রতিক্রিয়া তাঁরা সহ্য করতে পারবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন ছিল। গবেষকরা ৬০ জনকে নিয়ে এই গবেষণা করা হয়। তাতে দেখা গিয়েছে, এই থেরাপি প্রয়োগের ফলে ৮৫ বছর বয়সের পর হার্টের রোগ অনেকটাই কমানো গিয়েছে।
কী বলছেন গবেষক ?
হার্ট ও রক্তনালির রোগকে একসঙ্গে কার্ডিয়োভাসকুলার ডিজিজ বলা হয়। গবেষকদের কথায়, এই ধরনের রোগের আশঙ্কা অনেকটাই কমিয়ে ফেলা যায় স্ট্যাটিন থেরাপির সাহায্যে।
স্ট্যাটিন থেরাপি আদতে কী ?
- রক্তে খারাপ কোলস্টেরল বেড়ে গেলে তার অধঃক্ষেপ পড়তে থাকে রক্তনালির মধ্যে। এই অধঃক্ষেপ ধীরে ধীরে জমে ব্লকেজ তৈরি করে। স্ট্যাটিন থেরাপি এই প্রক্রিয়ায় বাধা দেয়।
- মিয়ো ক্লিনিকের একটি সূত্র বলছে, স্ট্যাটিন থেরাপির সঙ্গে কিছু ওষুধ প্রয়োগ করলে রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমে যেতে থাকে। এই থেরাপি শরীরে কোলেস্টেরল উৎপাদনকারী এক বিশেষ পদার্থকে ব্লক করে দেয়। এর ফলে কোলেস্টেরল আর উৎপন্ন হতে পারে না।
স্ট্রোকের আশঙ্কাও কমে
শুধু হার্টের রোগের ঝুঁকি কমে না। স্ট্যাটিন থেরাপি স্ট্রোকের আশঙ্কাও কমিয়ে দেয়। যতরকমের স্ট্রোক হয়, তার মধ্যে ৮০ শতাংশই ইসকেমিক ব্রেন স্ট্রোক। অর্থাৎ রক্তনালিতে ব্লকেজ তৈরি হয়। ফলে ব্রেনে রক্ত পৌঁছায় না। স্ট্রোক হয়ে যায়। যেহেতু স্ট্যাটিন থেরাপি কোলেস্টেরল উৎপাদনকারী পদার্থকে ব্লক করে দেয়, তাই স্ট্রোকের আশঙ্কাও কমে যায়।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Tea Bag Health Issues: টি ব্যাগের চা খাওয়া ভাল ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।