Homemade Sunscreens: মাঝে মধ্যে বৃষ্টি হলেও কমছে না গরম। তার উপর চড়া রোদ। বেলা পড়লেই রীতিমতো শরীর খারাপ হওয়ার মতো দশা। এই অবস্থায় ত্বকের ক্ষতি তো অবশ্যসম্ভাবী। আর সেই ক্ষতি আটকাতেই প্রয়োজন সানস্ক্রিন। 


বাড়িতেই প্রাকৃতিক উপায়ে


সানস্ক্রিন লোশন অনেকেই এখন ব্যবহার করেন। মহিলা পুুরুষ নির্বিশেষে সকলেরই এটি ব্যবহার করা উচিত। কিন্তু বাজারচলতি সানস্ক্রিনে বেশ কিছু রাসায়নিক থাকে। এই রাসায়নিকগুলি আমাদের ত্বকের জন্য বিপজ্জনক। তাই বাড়িতেই বানিয়ে প্রাকৃতিক সানস্ক্রিন (Natural Homemade Sunscreens Recipe)। নাহ্, মোটেই খাটাখাটনির কাজ নয়। খুব সহজেই বানানো যায় এটি। পাশাপাশি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহারও করতে পারবেন (Homemade Sunscreens)।


প্রাকৃতিক সানস্ক্রিনের ঢালাও গুণ (Natural Homemade Sunscreens)


১. গ্রিন টি ও ল্যাভেন্ডার তেল - ল্যাভেন্ডার তেলের মধ্যে প্রথমে গ্রিন টিয়ের পাতা অল্প আঁচে গরম হতে দিতে পারে। পাত্রে ঢাকনা দিয়ে এই ইনফিউসন পদ্ধতি হতে দিতে হবে। ১৫-২০ মিনিট পর চায়ের পাতা ছেঁকে নিলেই তৈরি সানস্ক্রিন। এই ক্রিম রোজ রোদে বেরোনোর আগে ত্বকে মাখুন।


২. শশা ও অ্যালোভেরা - প্রথমে শশা একদম ছোট কুচি করে কেটে নিন। এবারে অ্যালোভেরার পাতা থেকে কিছুটা কেটে বার করে নিন এর জেলি। এবার জেলি ও শশা একসঙ্গে মিক্সারে দিয়ে পেস্ট করে নিলেই তৈরি সানস্ক্রিন।


৩. অ্যালোভেরা ও নারকেল তেল - অ্যালোভেরা  জেল প্রথমে পাতা কেটে বার করে নিন। এবার তার মধ্যে নারকেল তেল দিয়ে একটি মিক্সারে পেস্ট করে নিলেই তৈরি সানস্ক্রিন।


৪. অ্যাভোকাডো তেল ও কোকো বাটার -  এই দুটি উপাদানে একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে ত্বকে প্রয়োগ করুন। এই  সানস্ক্রিন ত্বককে পুষ্টির পাশাপাশি হাইড্রেশন জোগায়।


৫. ভিটামিন ই ক্যাপসুল ও অলিভ তেল  -  অল্প অলিভ তেলের মধ্যে ওষুধের দোকান থেকে কিনে আনা ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে প্রয়োগ করে রোজ কাজে বেরোন। এই দুটি উপাদান সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।


৬. শিয়া বাটার ও নারকেল তেল - শিয়া বাটারের সঙ্গে কিছুটা নারকেল তেল মিশিয়ে নিতে হবে একটি মিক্সারে। এবার এই মিশ্রণটি ত্বকে প্রয়োগ করতে হবে।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Conch Blowing Benefits: ত্বকের তারুণ্য অটুট রাখে, শাঁখ বাজানোর আরও সব গুণ জানলে চমকে যাবেন


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।