কলকাতা: নামে বসন্তকাল হলেও গরম পড়তে শুরু করে দিয়েছে। আর এর মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। যেমন গুজরাটের আমেদাবাদ। এই আবহেই পশ্চিমী রাজ্যে সোয়াইন ফ্লু-এ আক্রান্ত হচ্ছে একের পর এক। ডায়রিয়া, ঘন ঘন বমি, টাইফয়েডের সঙ্গেই দেখা দিয়েছে সোয়াইন ফ্লু।


গরমকালে সোয়াইন ফ্লু


গুজরাটের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গোটা রাজ্যে ১৭৩ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এর বাইরে ৫৬২ জনের ডায়রিয়া, ৮৫ জনের জন্ডিস, ২০৪ জনের টাইফয়েড ধরা পড়েছে। ২৪ মার্চ এই রিপোর্ট জারি করা হয়েছে। স্বাস্থ্য আধিকারিকদের কথায়, গরমকালে সোয়াইন ফ্লু সেভাবে দেখাই যায় না। ফলে অসময়ের এই সংক্রমণ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে শুধু আমেদাবাদ নয়, এর বাইরেও রাজকোট, যশোদানগরের মতো এলাকাতেও রোগের হার বাড়ছে। 


ছড়াচ্ছে কলেরার মতো রোগও


সংবাদমাধ্যম আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি কলেরা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যশোদানগর, লাম্ভা, রায়মোল, আমরাওয়াড়ির মতো শহরগুলিতে কলেরা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। যার ফলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। ভাইরাল জ্বর, সর্দিকাশি, সোয়াইন ফ্লু নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। চাপ বাড়ছে স্বাস্থ্য পরিষেবার উপরেও।


কোভিড ও সোয়াইন ফ্লু রোগীদের সংখ্যা বাড়ছে


শুধু সোয়াইন ফ্লু নয়, কোভিড রোগীদের সংখ্যাও বাড়ছে গুজরাটে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের মধ্যে অনেকের কোভিড সংক্রমণ দেখা যাচ্ছে। তবে জলবাহিত রোগ কেন ছড়াচ্ছে সেই নিয়ে সক্রিয় হয়েছেন উচ্চস্তরের আধিকারিকরা। এর জন্য শুরু হয়েছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা।


সোয়াইন ফ্লু লক্ষণ কী ?


H1N1 ভাইরাসকে সোয়াইন ফ্লু বলা হয়। এটি ইনফ্লুয়েঞ্জা এ টাইপ ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে সর্দিকাশির লক্ষণ দেখা যায়। লক্ষণের মধ্যে রয়েছে - গায়ে ব্যথা, কাঁপুনি, কাশি, মাথা ব্যথা, গলা বমি, ডায়রিয়া, ব্য়থা, জ্বর, দুর্বলতা, ক্লান্তি। 


সোয়াইন ফ্লু-এর চিকিৎসা


সোয়াইন ফ্লু প্রতিরোধ করার জন্য নির্দিষ্ট সময় টিকা নেওয়া জরুরি। প্রতি বছরই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা তৈরি করা হয়। সেই টিকা নির্দিষ্ট সময় নিলে সোয়াইন ফ্লু প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও, রোগের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে দ্রুত।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Zinc Source And Benefits: নিরামিষই খান ? এই ৭ খাবার খেয়াল রাখবে থাইরয়েডের, দ্রুত সারাবে ৪ রোগ