শি জিনপিংকে স্বাগত জানাতে ২০০ কর্মীর ১০ ঘণ্টার পরিশ্রমে ১৮ রকমের সব্জি ও ফল দিয়ে তৈরি হল তোরণ
এই সাক্ষাতে দুই দেশের মধ্যে কোনও মৌ স্বাক্ষর হবে না বলেই খবর।

মমল্লপুরম: চিনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আগমনে সেজে উঠেছে তামিলনাড়ুর মমল্লপুরম। পঞ্চরথে তৈরি হয়েছে ১৮ রকম সব্জি ও ফল দিয়ে তোরণ। ২০০ জন কর্মী তাঁদের ১০ ঘণ্টার পরিশ্রমে এই তোরণ তৈরি করেছেন। তোরণে যে যে সব্জি ও ফল ব্যবহার করা হয়েছে তার সবটাই সরাসরি কৃষকদের থেকে কেনা হয়েছে। এই তোরণে রয়েছে তামিলনাড়ুর ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কলা গাছ। তাছাড়াও তোরণ সাজাতে ব্যবহার করা হয়েছে লাল ও সাদা গোলাপ।
Tamil Nadu: Dept of Horticulture has decorated a huge gate near 'Pancha Rathas' in Mamallapuram where PM Modi & Chinese President, Xi Jinping are expected to visit later today. 18 varieties of vegetables & fruits,brought from different parts of the state, used in this decoration. pic.twitter.com/L8QXhWw34B
— ANI (@ANI) October 11, 2019
প্রসঙ্গত, চিনা রাষ্ট্রপতি শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিতীয় সামিটের উদ্দেশেই তামিলনাড়ুতে এসেছেন। তাঁর সঙ্গে এসেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং শি এবং আরও পলিটব্যুরো সদস্যরা। এদিকে ভারতের দিক থেকে মোদির সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর, চিন-ভারত দিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করাই এই সামিটের প্রধান লক্ষ্য। ২০১৮ সালের এপ্রিলে চিনে আয়োজিত প্রথম সামিটের ধাঁচেই এই সামমিটের আয়োজন করা হয়েছে বলেই সূত্রের খবর।
আজ চিনা রাষ্ট্রপতি ও প্রতিনিধিদের সামনে শোর মন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার চিনা রাষ্ট্রপতির উদ্দেশে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। তারপরই বৈঠকে বসার কথা শি জিনপিং ও নরেন্দ্র মোদির। এই সাক্ষাতে দুই দেশের মধ্যে কোনও মৌ স্বাক্ষর হবে না বলেই খবর।






















