এক্সপ্লোর
Mamata Banerjee Virtual Rally LIVE: ‘‘উনিশে তৃণমূল হাফ হয়েছে, একুশে সাফ হয়ে যাবে’, সাংবাদিক বৈঠক থেকে কটাক্ষ দিলীপ ঘোষের
তৃণমূল সূত্রের খবর, দুপুর ২টোয় কালীঘাট থেকে ভার্চুয়াল সভায় ভাষণ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Background
কলকাতা: একুশের বিধানসভা ভোটের আগে আজ তৃণমূলের শেষ ২১ জুলাইয়ের সভা। তবে করোনার জেরে সমাবেশ হচ্ছে না, সভা এবার ভার্চুয়াল।
তৃণমূল সূত্রের খবর, দুপুর ২টোয় কালীঘাট থেকে ভার্চুয়াল সভায় ভাষণ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সম্প্রচারের জন্য রাজ্যের সর্বত্র তৃণমূল পার্টি অফিসে বসানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন। এদিন বিড়লা তারামণ্ডলের কাছে শহিদ স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তৃণমূলের নেতারা। ট্রায়াঙ্গুলার পার্কের কাছে তৈরি হয়েছে তৃণমূলের মঞ্চ। তবে এবার ভার্চুয়াল সভা হবে বলে এলাকা এখনও শুনশান। গিরিশ পার্কেও তৃণমূলের মঞ্চ প্রস্তুত। তবে করোনা আবহে গোটা চত্বরই ফাঁকা।
17:35 PM (IST) • 21 Jul 2020
অপরাধের নিরিখে এগিয়ে বাংলা : দিলীপ ঘোষ
17:32 PM (IST) • 21 Jul 2020
‘গণতন্ত্রকে বিজেপি সম্মান করে, বিজেপি কেনাকাটায় বিশ্বাস করে না, বিরোধী হয়’ বললেন দিলীপ ঘোষ
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update





















