এক্সপ্লোর
একদিনে জোড়া দরজা বিভ্রাট, খালি করা হল মেট্রো!
নেতাজি ভবনের পর যতীন দাস পার্ক স্টেশনে বিভ্রাট!

কলকাতা: একদিনে জোড়া দরজা বিভ্রাট, খালি করা হল মেট্রো! নেতাজি ভবনের পর যতীন দাস পার্ক স্টেশনে বিভ্রাট! দমদম থেকে নিউ গড়িয়াগামী মেট্রোয় যান্ত্রিক ত্রুটি। যতীন দাস পার্ক স্টেশনে বন্ধই হল না মেট্রোর দুটি দরজা। বিকেল ৪.৩৩-যতীন দাস পার্ক স্টেশনে দরজা বিভ্রাট। বিকেল ৪.৪২-অন্য মেট্রো দিয়ে গন্তব্যে পাঠানো হল যাত্রীদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















