এক্সপ্লোর
Advertisement
হাসপাতাল ছাড়লেন অমিতাভ, মেডিক্যাল বুলেটিন প্রকাশে মানা
গতকালই হাসপাতাল সূত্র থেকে এবিপি আনন্দ জানতে পারে, অমিতাভের শরীর একদম ঠিক, চিন্তার কোনও কারণ নেই।
মুম্বই: নানাবতী হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হল অমিতাভ বচ্চনকে। প্রথমে যকৃতের রোগের কথা শোনা গেলেও পরে জানা যায়, রুটিন চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল গভীর রাতে তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। তাঁকে নিতে আসেন স্ত্রী জয়া ও ছেলে অভিষেক।
Mumbai:Amitabh Bachchan leaves from Nanavati Hospital after being discharged from the hospital following a routine check up. pic.twitter.com/Np86xhcouY
— ANI (@ANI) October 18, 2019
মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের এই হাসপাতালে ভর্তি হন অমিতাভ। তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। গত সন্ধেয় শোনা যায়, হাসপাতাল তাঁর শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বুলেটিন জারি করতে পারে। পরে এবিপি আনন্দ জানতে পারে, অমিতাভ মেডিক্যাল বুলেটিন জারির অনুমতি দেননি। সূত্রের খবর, সংবাদমাধ্যমকে জানানোর জন্য কাগজপত্রও তৈরি করে ফেলে নানাবতী হাসপাতাল। কিন্তু সম্মতির জন্য স্বাক্ষর চেয়ে তা বিগ বির কাছে নিয়ে যাওয়া হলে তিনি বলেন, বুলেটিন প্রকাশের দরকার নেই, এ ব্যাপারে সব খবর সময়মতো তিনি নিজেই দেবেন।
গতকালই হাসপাতাল সূত্র থেকে এবিপি আনন্দ জানতে পারে, অমিতাভের শরীর একদম ঠিক, চিন্তার কোনও কারণ নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement