এক্সপ্লোর
বাগবাজার ঘাট থেকে উদ্ধার মহিলার বস্তাবন্দি পচাগলা দেহ
দেহ মিলেছে পচাগলা অবস্থায়। তরুণীর পরনে ছিল হলুদ আর সবুজ রঙের শাড়ি। দু’হাতেই ট্যাটু করা রয়েছে।

কলকাতা: বাগবাজার ঘাটে বস্তাবন্দি অবস্থায় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালের ঘটনা। দেহ মিলেছে পচাগলা অবস্থায়। তরুণীর পরনে ছিল হলুদ আর সবুজ রঙের শাড়ি। দু’হাতেই ট্যাটু করা রয়েছে। একহাতে লেখা ‘রূপা’ এবং অন্য হাতে ‘ওঁ’ লেখা এবং একটি ত্রিশূলের ছবি আঁকা। মহিলার পরিচয় এখন জানতে পারেনি পুলিশ। পুলিশের অনুমান, তরুণীকে খুন করা হয়েছে বেশ কয়েকদিন আগে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















