এক্সপ্লোর
Advertisement
কেন্দ্রে এনডিএ-ই ক্ষমতায় আসবে,বিজেপির ৩০-৪০ টি আসন কমতে পারে,দাবি আথাওয়ালের
আহমেদাবাদ: আগামী লোকসভা নির্বাচনে বিজেপির ৩০-৪০ টা আসন কমবে। তবে এরপরও এনডিএ-ই ক্ষমতায় আসবে। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে। সংরক্ষণ ইস্যু নিয়ে পাতিদার নেতা হার্দিক পটেল ও গুজরাত বিজেপির সঙ্গে বিবাদে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন আথাওয়ালে। শিক্ষা ও সরকারি চাকরিতে পাতিদার সম্প্রদায়ের সংরক্ষণের দাবিতে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন হার্দিক।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণমন্ত্রী আথাওয়ালে বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ৩০-৪০ আসন কম পেতে পারে। তবে এনডিএ-ই ক্ষমতায় ফিরবে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পাতিদারদের আন্দোলন সংক্রান্ত বিষয়টি সমাধান করা না হলে গুজরাতে লোকসভা নির্বাচনে ২-৩ টি আসনে হেরে যেতে পারে বিজেপি। তিনি বলেছেন, পাতিদাররা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চলে যাওয়ায় গত বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫-২০ টি আসন খুইয়েছে। এই অবস্থা বহাল থাকলে লোকসভা নির্বাচনে ২-৩ আসনে হারতে হতে পারে বিজেপিকে।
আথাওয়ালে বলেছেন, তিনি হার্দিককে ফোন করে বোঝানোর চেষ্টা করবেন। একমাত্র আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে। তিনি হার্দিক ও বিজেপির মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে তৈরি বলেও জানিয়েছেন আথাওয়ালে। হার্দিক যদি রাজি থাকলে বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিয়ে যাবেন বলেও জানিয়েছেন আথাওয়ালে।
অযোধ্যায় রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্ক সম্পর্কে প্রশ্নের উত্তরে আথাওয়ালে দাবি করেছেন, ওই জায়গায় এক সময় বৌদ্ধ মন্দির ছিল। মাটি খণন করা হলে বৌদ্ধ-যুগের মূর্তি পাওয়া যাবে বলেও তিনি দাবি করেছেন। এরপর হিন্দুরা ওখানে মন্দির তৈরি করে। পরে মুঘলরা মসজিদ তৈরির জন্য তা ভেঙে ফেলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement