বলিউড মাদক-যোগ তদন্তে দীপিকা, সারা, শ্রদ্ধা সহ ৬ জনকে সমন এসসিবি-র, তিনদিনের মধ্যে সবাইকে হাজিরার নির্দেশ
সমন পাঠানো হয়েছে রাকুলপ্রীত সিংহ, সিমোনে খামবাট্টা, শ্রুতি মোদিকেও...
মুম্বই: মাদক-যোগে এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সমন পাঠাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কপূরকে সমন পাঠানো হয়েছে। এর পাশাপাশি সমন পাঠানো হয়েছে রাকুলপ্রীত সিংহ, সিমোনে খামবাট্টা, শ্রুতি মোদিকেও। তিনদিনের মধ্যে সবাইকে হাজিরার নির্দেশ। সূত্রের দাবি, শুক্রবার সকাল সাড়ে দশটায় দীপিকাকে হাজিরার নির্দেশ। শনিবার শ্রদ্ধা ও সারাকে হাজিরার নির্দেশ এনসিবি-র। কাল শ্রুতি, সিমোন খাম্বাটা, রকুলপ্রীতকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ড্রাগ-তদন্তে উঠে এসেছে সারা আলি খান এবং শ্রদ্ধা কপূরের নামও। সুশান্ত সিং রাজপুতের লোনাভালার ফার্ম হাউসেও এই দুই অভিনেত্রীর আসা যাওয়া ছিল বলে দাবি করেছেন সেখানকার ম্যানেজার। সূত্রের দাবি, এর মধ্যেই সামনে এসেছে শ্রদ্ধা কপূরের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে ড্রাগ নিয়ে কথা হয়। এনসিবি মঙ্গলবার দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ ও কাওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সিইও ধ্রুপ চিনগোপেকরকে তলব করেছিল। কিন্তু জানা গেছে, শারীরিক অসুস্থতার জন্য এজেন্সির সামনে হাজিরা দিতে পারেননি। এনসিবি আধিকারিকরা জানিয়েছিলেন, প্রয়োজন পড়লে দীপিকাকেও তলব করা হতে পারে। উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় মাদক যোগ তদন্তে উঠে আসে দীপিকা পাড়ুকোনের নাম। সূত্রের দাবি, একটি হোয়াটসঅ্যাপ চ্যাট গোয়েন্দাদের নজরে এসেছে। যেখানে দীপিকা পাড়ুকোন ড্রাগ নিয়ে কথা বলেছিলেন। সোমবার রিয়া চক্রবর্তীর প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। তখনই জয়া সাহার একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে। যেখানে ‘D’ এবং ‘K’ বলে দু’জনের উল্লেখ ছিল। এনসিবি সূত্রে দাবি, তদন্ত চালিয়ে দেখা গিয়েছে, এই D হলেন দীপিকা পাড়ুকোন। আর K হলেন করিশ্মা। যিনি, দীপিকার ঘনিষ্ঠ এবং জয়া সাহার সহযোগী! এনসিবি সূত্রে দাবি, ড্রাগ নিয়ে দীপিকা এবং করিশ্মার একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও সামনে এসেছে--