এক্সপ্লোর
Advertisement
পাকিস্তান, কংগ্রেস উভয়েই হতাশায় ভুগছে, মোদীকে ভারতীয় রাজনীতি থেকে সরাতে চায়, তোপ বিজেপির
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে নিশানা করে পাকিস্তানি নেতাদের ট্যুইটকে অস্ত্র করল বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্র পাক প্রধানমন্ত্রী ইমরান খান সহ পাকিস্তানের বর্তমান ও প্রাক্তন নেতাদের ট্যুইট পড়ে শুনিয়ে বলেন, ওঁরা তো কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর হয়েই প্রচারে নেমেছেন। বলেন, কিছু লোক চাইছে, উনি ভারতের বড় নেতা হোন। তারা কারা? পাকিস্তানের নেতা এবং সেইসব লোক যারা দুর্নীতি, পরিবারতন্ত্র, তোষণের রাজনীতির সমর্থক। সেইসঙ্গে গরিব, দলিত, পিছিয়ে পড়া অংশ, সাধারণ মানুষ মোদীর পিছনে আছেন, তাঁকে কেউ সরাতে পারবে না বলেও জানিয়ে দেন সম্বিত। বলেন, কংগ্রেস ও পাকিস্তানের এই সাদৃশ্যের কারণ, ওরা উভয়েই মোদীর জন্য হতাশায় ভুগছে, ওদের একমাত্র লক্ষ্য মোদীকে ভারতীয় রাজনীতি থেকে সরিয়ে দেওয়া।
মোদীকে আক্রমণ করতে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক শব্দবন্ধ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করে রাহুল ভারতীয় সেনাবাহিনীকেই কাঠগড়ায় তুলেছেন বলে অভিযোগ করেন বিজেপি মুখপাত্র। বলেন, রাহুলের ট্যুইট ব্যবহার করে পাকিস্তান ভারতকে আক্রমণ করছে।
কংগ্রেস মোদীর বিরুদ্ধে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ‘মহাগঠবন্ধন’ গড়েছে কিনা বলে বিজেপি সভাপতি অমিত শাহ যে প্রশ্ন তুলেছেন, সম্বিত তার উল্লেখ করেন। মোদীর পুরানো একটি ভিডিও ক্লিপ চালিয়ে তিনি বলেন, কংগ্রেস ও রাহুলের ওঁর থেকে শেখা উচিত। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালে দেশের তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ব্যঙ্গ করায় সে সময়কার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রবল সমালোচনা করেছিলেন মোদী।
এছাড়াও মণিশঙ্কর আয়ার, সন্দীপ দীক্ষিত, সলমন খুরশিদ, গুলাম নবি আজাদের মতো কংগ্রেস নেতাদের পুরানো মন্তব্যের উল্লেখ করেন বিজেপি মুখপাত্রটি, কংগ্রেসকে নিশানা করতে গিয়ে নভজ্যোত সিংহ সিধুর পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার আলিঙ্গনেরও উল্লেখ করেন।
সম্বিত বলেন, গণতন্ত্রে বিরুদ্ধ মত জরুরি, কিন্তু দেশের মানমর্যাদাও গুরুত্বপূর্ণ বিষয়। বিজেপি মুখপাত্রের দাবি, ‘শুধু কাজ, ছুটি নয়’ এটাই মোদীর আদর্শ, অন্যদিকে ইউপিএ-র ব্রত হল, ‘কাজ নেই, মাথাব্যাথাও নেই’।
পাল্টা কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার তোপ, মোদী সরকার রাফাল দুর্নীতি উন্মোচিত হওয়ার পর ভীত, বিব্রত, হতাশ। তাই পাকিস্তানকে টেনে এনে মোদী রাফাল ডিলে দুর্নীতির মতো মূল ইস্যুগুলি থেকে মানুষের নজর ঘোরাচ্ছেন। তিনি বলেন, প্রতিবার মেহুল চোকসি বা ছোটা মোদী নীরব মোদী ভারতের অর্থ নিয়ে পালিয়ে গেলেই মোদী সরকারের পাকিস্তানকে মনে পড়ে। যখনই ব্যাঙ্ক কেলেঙ্কারিতে মোদী সরকারের দোষ বেরিয়ে পড়ে, তারা পাকিস্তানকে টেনে আনে। এবার রাফাল কেলেঙ্কারিতে দুর্নীতি উন্মোচিত হওয়ার পর ফের মোদী সরকারের পাকিস্তানের আড়ালে মুখ লুকোচ্ছে। দয়া করে প্রশ্নের জবাব দিন মোদিজি, কেননা আপনার কাছে দায়বদ্ধতা প্রত্যাশা করে দেশ। আমরা প্রধানমন্ত্রীকে বেশ কিছু প্রশ্ন করতে চাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement