এক্সপ্লোর
Advertisement
আলাদা ঘর নেই, চেন্নাই থেকে বাড়ি ফিরে গাছের উপর কোয়ারেন্টিনে পুরুলিয়ার ৭ যুবক!
তাঁরা নিজেরাই গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
বলরামপুর: করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ভিনদেশ বা ভিনরাজ্য থেকে যাঁরাই বাড়ি ফিরছেন, তাঁদের হোম আইসোলেশন বা কোয়ারেন্টিনে থাকতে বলছে পুলিশ-প্রশাসন। এই ছবি শুধু যে শহরাঞ্চলেই দেখা যাচ্ছে তা নয়, পুরুলিয়ার প্রত্য়ন্ত অঞ্চলেও সচেতনতা স্পষ্ট। বাড়িতে আলাদা ঘর না থাকায় চেন্নাই থেকে ফেরা সাত তরুণ দিন কাটাচ্ছেন গাছের উপর। তাঁরা নিজেরাই গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
গাছে যে তরুণরা দিন কাটাচ্ছেন, তাঁদেরই একজন বিজয় সিংহ লায়া জানিয়েছেন, ‘আমরা চেন্নাই থেকে ফিরেছি। গ্রামে ফেরার আগে আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমাদের ১৪ দিন বাড়িতে আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদের কাছাকাছি না যেতে বলা হয়। কিন্তু আমাদের বাড়িতে আলাদা ঘর নেই। সেই কারণে গ্রামের সবার সঙ্গে আলোচনা করে গাছেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখানে সব নিয়ম মেনে ভালভাবেই আছি। সকালে আমাদের খেতে দেওয়া হচ্ছে। দুপুরে আর রাতে ভাত খাচ্ছি। আমাদের জলও দেওয়া হয়েছে। এমনকী, রান্না ও জল গরম করার জন্য স্টোভও দেওয়া হয়েছে আমাদের।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement