এক্সপ্লোর
রণবীরের এই ছবিতেই মন মজেছে দীপিকার, মন্তব্য করে প্রেমিকের থেকে পেলেন এই জবাব

নয়াদিল্লি: টিনসেল টাউনে এইমুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে যে জুটি, সেই জুটির নাম রণবীর-দীপিকা। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের বিষয় কখনও কোনও কথা না বললেও, সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবি দেখে নানা মন্তব্য করতেই থাকেন দীপভীর। সেখান থেকে প্রকট হয় এই জুটির সম্পর্কের রসায়ন, তাঁদের নৈকট্য। সম্প্রতি ইন্সটাগ্রামে রণবীর নিজের একটি ছবি দেন। সেই ছবিতে মন্তব্য করেই ফেলেন দীপিকা।
ছবিতে রণবীরকে একটি নীল কলারের শার্ট এবং ক্রিম রঙের ট্র্যাক প্যান্টে দেখা যায়। এই পোশাকে হ্যান্ডসম রণবীরকে দেখে দীপিকা বলেই ফেলেন, এত হট কেন লাগছ??? মন্তব্যের সঙ্গে একাধিক লাভ ইমোজি দিতেও ভোলেননি দীপিকা। দীপিকার এই কমেন্টের জবাব দিতেও দেরি করেননি রণবীর। তিনি লেখেন অউর অব....
তবে এই প্রথম নয়। এর আগেও দীপিকা রণবীরের ছবিতে মন্তব্য করেছেন এবং পাল্টা জবাবও পেয়েছেন কয়েক মিনিটের মধ্যে।
ছবিতে রণবীরকে একটি নীল কলারের শার্ট এবং ক্রিম রঙের ট্র্যাক প্যান্টে দেখা যায়। এই পোশাকে হ্যান্ডসম রণবীরকে দেখে দীপিকা বলেই ফেলেন, এত হট কেন লাগছ??? মন্তব্যের সঙ্গে একাধিক লাভ ইমোজি দিতেও ভোলেননি দীপিকা। দীপিকার এই কমেন্টের জবাব দিতেও দেরি করেননি রণবীর। তিনি লেখেন অউর অব....
তবে এই প্রথম নয়। এর আগেও দীপিকা রণবীরের ছবিতে মন্তব্য করেছেন এবং পাল্টা জবাবও পেয়েছেন কয়েক মিনিটের মধ্যে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















