Toolkit Case:‘কংগ্রেস টুলকিট’ মামলায় ট্যুইটার ইন্ডিয়ার এমডি-কে জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের
এই কংগ্রেসের ‘টুলকিট’ সংক্রান্ত অভিযোগের মামলায় এর এক সপ্তাহ আগেই দিল্লি পুলিশের একটি দল ট্যুইটার ইন্ডিয়ার দিল্লি অফিসে গিয়েছিল। পুলিশ জানিয়েছিল, নোটিশ দিতে তারা ট্যুইটার ইন্ডিয়ার অফিসে গিয়েছিল।
নয়াদিল্লি: কংগ্রেসের ‘টুলকিট ‘সংক্রান্ত অভিযোগের মামলায় ট্যুইটার ইন্ডিয়ার এমডি মণীশ মাহেশ্বরীকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের পদস্থ আধিকারিকদের একটি দল গত ৩১ মে কর্ণাটকের বেঙ্গালুরুতে গিয়েছিল। এমনই খবর সূত্রের। জানা গেছে, বিজেপি নেতাদের ট্যুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ দেওয়ার মামলাতেই দিল্লি পুলিশের এই তৎপরতা। জানা গেছে, গত ৩১ মে ট্যুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।
এই কংগ্রেসের ‘টুলকিট’ সংক্রান্ত অভিযোগের মামলায় এর এক সপ্তাহ আগেই দিল্লি পুলিশের একটি দল ট্যুইটার ইন্ডিয়ার দিল্লি অফিসে গিয়েছিল। পুলিশ জানিয়েছিল, নোটিশ দিতে তারা ট্যুইটার ইন্ডিয়ার অফিসে গিয়েছিল।
দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছিল যে, নিয়মমাফিক প্রক্রিয়ার অঙ্গ হিসেবে তারা নোটিস দিতে ট্যুইটার ইন্ডিয়ার অফিসে গিয়েছিল। ট্যুইটার ইন্ডিয়াকে নোটিস জারির ক্ষেত্রে তাদের কোনও ব্যক্তি উপযুক্ত, তা জানতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। কারণ, এক্ষেত্রে ট্যুইটার ইন্ডিয়ার এমডি-র উত্তর ছিল খুবই অস্পষ্ট।
এর আগে দিল্লি পুলিশ ট্যুইটার ইন্ডিয়ার এমডি-কে কংগ্রেস টুলকিটের অভিযোগ নিয়ে বিজেপি নেতাদের ট্যুইটে ম্যানিপুলেটেড মিডিয়া ট্যাগ দেওয়ার ব্যাপারে মণীশ মাহেশ্বরীর কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করেছিল।
দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এই বিশেষ ট্যাগ দেওয়ার কারণ সম্পর্কে এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের ব্যাখ্যা চেয়েছিল।
উল্লেখ্য, বিজেপি নেতা সম্বিত পাত্রর একটি ট্যুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া ‘ট্যাগ দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে একটি অভিযোগের তদন্তের অঙ্গ হিসেবে ট্যুইটারের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে। মনে হয় ট্যুইটারের কাছে কিছু তথ্য রয়েছে, যার ভিত্তিতে তারা ওই ট্যাগ দিয়েছে, যে তথ্য আমাদের কাছে নেই।
পুলিশ আরও জানায়, তদন্তের জন্য ওই তথ্য খুবই প্রাসঙ্গিক। স্পেশ্যাল সেল এর তদন্ত চালাচ্ছে এবং প্রকৃত সত্য খুঁজে বের করতে চায়।
এই টুলকিট সংক্রান্ত ঘটনায় বিজেপি নেতাদের ট্যুইটের ক্লাসিফিকেশনে কেন্দ্র সরকারও আপত্তি জানিয়েছিল। বিজেপি নেতারা ট্যুইটে অভিযোগ করেছিলেন যে, কংগ্রেস টুলকিটের মাধ্যমে করোনা ভাইরাস ইস্যুতে কেন্দ্র সরকারকে নিশানা করছে।কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়, ভুয়ো তথ্য ছড়াচ্ছে বিজেপি।
এরইমধ্যে বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, অভিনেত্রী স্বরা ভাস্কর, ট্যুইটার ইন্ডিয়ার এমডি মণীশ মাহেশ্বরী ও অন্যান্যদের বিরুদ্ধে গাজিয়াবাদের লোনির ঘটনায় তিলক মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। লোনির ওই ঘটনায় এক বৃদ্ধকে মারধর করে তাঁর দাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ঘটনা নিয়ে তদন্ত চলছে।