এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে মহিলা সহকর্মীকে গুলি করে খুন, পরে আত্মহত্যা সাব-ইন্সপেক্টরের
নিহত মহিলা সাব-ইন্সপেক্টরের নাম প্রীতি আহলওয়াত (২৬)। ২০১৮ সালে দিল্লি পুলিশে যোগ দেন তিনি। খুনের পর আত্মহত্যা করা সাব-ইন্সপেক্টরের নাম দীপাংশু রাঠি।
নয়াদিল্লি: দিল্লির রোহিনী ইস্ট মেট্রো স্টেশনের কাছে এক মহিলা সহকর্মীকে গুলি করে খুন করার পর আত্মঘাতী হলেন এক সাব-ইন্সপেক্টর। নিহত মহিলা সাব-ইন্সপেক্টরের নাম প্রীতি আহলওয়াত (২৬)। ২০১৮ সালে দিল্লি পুলিশে যোগ দেন তিনি। খুনের পর আত্মহত্যা করা সাব-ইন্সপেক্টরের নাম দীপাংশু রাঠি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (রোহিনী) এস ডি মিশ্র জানিয়েছেন, ‘দুই সাব-ইন্সপেক্টরই উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা থানায় কর্তব্যরত ছিলেন। ওই মহিলা ২০১০ ব্যাচের প্রবেশনারি সাব-ইন্সপেক্টর ছিলেন। তাঁর খুনি ২০১৮ সালের ব্যাচের প্রবেশনারি সাব-ইন্সপেক্টর ছিলেন।’
অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, ‘গতকাল রাত একটা নাগাদ রোহিনীর ৮ নম্বর সেক্টর অঞ্চল থেকে ওই মহিলা সাব-ইন্সপেক্টরের দেহ উদ্ধার হয়। তাঁর দেহে গুলির আঘাত ছিল। তাঁর মোবাইল ফোন থেকে একটি নম্বর পান পুলিশকর্মীরা। পরে জানা যায়, সেই নম্বরটি দীপাংশু রাঠির। এর কিছুক্ষণ পরে হরিয়ানার শোনিপত অঞ্চল থেকে দীপাংশুর দেহ উদ্ধার হয়। তাঁর দেহটি নিজের গাড়ির মধ্যে ছিল। গাড়িটি ভিতর থেকে বন্ধ ছিল এবং হেডলাইট জ্বলছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই প্রীতিকে খুন করেছেন দীপাংশু।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement