Indo-US relations: "বুচায় গণহত্যার ঘটনা উদ্বেগজনক,'' বাইডেনের সঙ্গে বৈঠকে মন্তব্য মোদির
এর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন এবং রাশিয়া দুই দেশে প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে একাধিকবার। রাশিয়ার প্রেসিডেন্টকে সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছি একাধিকবার।
নয়াদিল্লি: ইউক্রেনে যুদ্ধের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভার্চুয়াল বৈঠক। এদিনের বৈঠকে উঠে এল একাধিক বিষয়। বৈঠক শেষে তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী বলেন, "ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আজ আমরা আলোচনায় বসলাম। কয়েক সপ্তাহ আগে ২০ হাজার ভারতীয় ইউক্রেন থেকে ফিরে এসেছে। তাঁদের মধ্যে বেশিরভাগই হলেন পড়ুয়া।''
মোদি- বাইডেন বৈঠক: এর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন এবং রাশিয়া দুই দেশে প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে একাধিকবার। শুধু আবেদনই নয়, আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ দিয়েছি একাধিকবার। এমনকী ইউক্রেন নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। ইতিমধ্যে ইউক্রেনকে ত্রাণ সামগ্রী এবং ওষুধ পাঠানো হয়েছে ভারতের তরফে। ইউক্রেনের প্রয়োজন অনুযায়ী আমরা আরও ওষুধ পাঠাতে চলেছি দ্রুত।
#WATCH | PM says, "I spoke with Presidents of Ukraine & Russia over phone several times; appealed to them for peace & suggested Pres Putin for direct talks with Ukrainian Pres. Killing of innocent citizens in Bucha very concerning, we condemned & also demanded an impartial probe" pic.twitter.com/tPsvQg4DCc
— ANI (@ANI) April 11, 2022
বুচায় গণহত্যার নিন্দা মোদির: একইসঙ্গে বাইডেনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের বুচায় গণহত্যার প্রসঙ্গও উঠে এসেছে। এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বুচায় গণহত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।আমরা এই ঘটনার নিন্দার করছি। নিরপেক্ষ তদন্তেরও দাবি করছি। আমরা আশা করি রাশিয়া ও ইউক্রেন আলোচনার মাধ্যমে শান্তির পথ খুঁজে পাবে। এদিনের বৈঠকে জো বাইডেন বলেন, এই যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের মধ্যে আলোচনার পথ খোলা রাখবে আমেরিকা এবং ভারত। এই আলাপ আলোচনার মাধ্যমেই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। পাশাপাশি তার বক্তব্যে উঠে আসে, করোনা পরিস্থিতির কথাও। এদিন তিনি বলেন, "সামগ্রিকভাবে বিশ্বের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। মূলত আমরা করোনাকালে যে সমস্যাক সম্মুখীন হয়েছি। যার মধ্যে অন্যতম স্বাস্থ্য এবং অর্থনৈতিক সমস্যা।''