২৪-ঘণ্টায় ২ বার কেঁপে উঠল হরিয়ানার ঝাজ্জর, রিখটার স্কেলে তীব্রতা ৩.৭
নয়াদিল্লি: মাঝারি মানের ভূমিকম্পে কেঁপে উঠল হরিয়ানার ঝাজ্জর। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দু’বার। ভূতত্ত্ববিদেরা জানান, এদিন ভোর ৬টা ২৮ মিনিট নাগাদ অনুভূত হওয়া কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৭। এদিনের কম্পন রাজধানী দিল্লিতেও অনুভূত হয়। প্রসঙ্গত, গতকাল সন্ধেবেলায় মাঝারি মানের ভূমিকম্পে কেঁপে উঠেছিল ঝাজ্জর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির অধিকর্তা বিনীত কুমার গহলৌত জানান, দিল্লি ও সংলগ্ন অঞ্চলগুলি ‘সিসমিক জোন ৪’ শ্রেণিভুক্ত। যে কারণে কখনও রোহতক, ঝাজ্জর, সোহনা, পানিপথে ভূমিকম্প হলে তার কম্পন অনুভূত হয় দিল্লিতেও। এখানে বলে রাখা প্রয়োজন-- হিমালয় অঞ্চল, দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ‘সিসমিক জোন ৫’ শ্রেণির আওতায় পড়ে। যে কারণে, এই সব জায়গায় বেশি পরিমাণে ভূকম্পন অনুভূত হয়।