এক্সপ্লোর
নভি মুম্বইয়ে দু’টি পৃথক ঘটনায় দু’ঘণ্টার মধ্যে তিনজনের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।
![নভি মুম্বইয়ে দু’টি পৃথক ঘটনায় দু’ঘণ্টার মধ্যে তিনজনের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ Girl tortured by three men in 2 separate incidents within two hours in Navi Mumbai নভি মুম্বইয়ে দু’টি পৃথক ঘটনায় দু’ঘণ্টার মধ্যে তিনজনের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/28022218/arrest.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
মুম্বই: ট্রেনে উঠতে না পারার ফলে ভয়ঙ্কর পরিণতি হল এক তরুণীর। দু’ঘণ্টার মধ্যে দু’টি পৃথক জায়গায় তাঁকে ধর্ষণ করল তিনজন। ঘটনাস্থল নভি মুম্বই। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘এ মাসের ১৮ তারিখ ঘাটকোপার স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেননি ১৯ বছরের ওই তরুণী। তাঁর আত্মীয়রা ট্রেনে উঠে পড়েন। এরপর ওই তরুণী সেই রাতেই অন্য একটি ট্রেন ধরে ঠানে জেলার মুম্বরা স্টেশনে পৌঁছন। তিনি স্টেশনেই সেই রাতটি কাটান। পরদিন সকালে অন্য একটি ট্রেন ধরে তিনি পৌঁছন ডিভা স্টেশনে। টাকা না থাকায় তিনি এক মহিলা ভিক্ষুকের সাহায্যে নাকছাবি বিক্রির চেষ্টা করেন। কিন্তু রাত পর্যন্ত নাকছাবিটি বিক্রি করতে পারেননি তিনি। শেষপর্যন্ত কোনও উপায় না দেখে তিনি হাঁটতে শুরু করেন। রাত সাড়ে আটটা নাগাদ তিনি একটি হোটেলের সামনে পৌঁছন। সেখানে একটি অটো রিকশার চালককে অনুরোধ করেন, তাঁকে কাছের রেলস্টেশনে পৌঁছে দিতে হবে। অটোরিকশার চালক তাঁকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এরপর সে ওই তরুণীকে একটি মন্দিরের কাছে নামিয়ে দিয়ে পালায়। রাত দশটা নাগাদ দুই স্কুটার আরোহীর সাহায্য চান ওই তরুণী। তারা তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।’
পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে ২৩ তারিখ মামলা দায়ের করা হয়। তিনি যে বয়ান দেন, তার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তাদের ২৯ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)