Covid Vaccine Update:এই প্রথম, দেশে করোনা টিকা নেওয়ার পর ৬৮ বছরের ব্যক্তির মৃত্যু
আরও দুজনের অ্যানাফিলাক্সিস দেখা গিয়েছিল। তাঁদের গত ১৬ ও ১৯ জানুয়ারি টিকা দেওয়া হয়েছিল। তবে হাসপাতালে ভর্তির পর তাঁরা সুস্থ হয়ে উঠেছেন।
নয়াদিল্লি: করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষণা চালাচ্ছে একটি সরকারি প্যানেল। সেই কমিটিই এবার করোনা ভ্যাকসিন নেওয়ার পর অ্যালার্জি সংক্রান্ত প্রতিক্রিয়ার কারণে এক ব্যক্তির মৃত্যুর কথা জানাল। এইএফআই কমিটির রিপোর্টে বলা হয়েছে, গত ৮ মার্চ অ্যানাফিলাক্সিসের কারণে মৃত্যু হয়েছে ৬৮ বছরের এক ব্যক্তির। রিপোর্টে আরও বলা হয়েছে, টিকা-পরবর্তী গুরুতর অ্যালার্জি দেখা যায় ওই ব্যক্তির। এর কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এইএফআই প্রেসিডেন্ট ড. এনকে অরোরা বলেছেন যে, এই প্রথম টিকা- নেওয়ার পর কারুর মৃত্যু হল। অনুসন্ধানে জানা গিয়েছে, টিকা-পরবর্তী অ্যানাফিলাক্সিস তাঁর মৃত্যুর কারণ।
তিনি আরও বলেছেন, এর থেকে একটা বিষয় মনে রাখতে হবে যে, টিকা নেওয়ার পর টিকাকরণ কেন্দ্রে ৩০ মিনিট থাকাটা জরুরি। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যানাফিলাক্সিস প্রতিক্রিয়া এই সময়ের মধ্যেই হয়ে থাকে। সঠিক সময়ে চিকিৎসায় যা সারিয়ে তোলা সম্ভব।
আরও দুজনের অ্যানাফিলাক্সিস দেখা গিয়েছিল। তাঁদের গত ১৬ ও ১৯ জানুয়ারি টিকা দেওয়া হয়েছিল। তবে হাসপাতালে ভর্তির পর তাঁরা সুস্থ হয়ে উঠেছেন।
এইএফআই কমিটি ৩১ জনের মৃত্যুর কারণ সম্পর্কে পর্যালোচনা করেছে এবং খতিয়ে দেখেছে। এরমধ্যে একজনের করোনা টিকা নেওয়ার পর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। বাকি মৃত্যুগুলির সঙ্গে টিকার করোনা টিকার কোনও সম্পর্ক নেই।
এদিকে, ৭৫ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় সরকারের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৭০ হাজার ৪২১। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৮০ হাজার ৮৩৪। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৮৪ হাজার ৩৩২।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৯১ হাজার ৭০২। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্য়াটি ছিল ৯৪ হাজার ৫২। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৯২ হাজার ৫৯৬।
ওই পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ২৫,৯০,৪৪,০৭২ টিকার ডোজ দেওয়া হয়েছে।