EPFO Alert: পেনশন নিয়ে বড় খবর, EPFO বলল এটাই শেষ সুযোগ ! এরপর পাবেন না সুবিধা
Pension News: এরপর আর পাবেন না সুবিধা। Employees' Provident Fund Organization (EPFO) বাড়াল বেতন বিবরণ (Salary Details) জমা দেওয়ার সীমা।
Pension News: উচ্চ বেতনের (Salary News) ব্যক্তিদের জন্য এটাই শেষ সুযোগ। এরপর আর পাবেন না সুবিধা। Employees' Provident Fund Organization (EPFO) বাড়াল বেতন বিবরণ (Salary Details) জমা দেওয়ার সীমা।
কত দিনের মধ্য়ে জমা দিতে হবে এই বিবরণ
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই বেতনের বিবরণ জমা দিতে পারবেন হাই পেইড স্যালারির কর্মীরা। একটি বিবৃতিতে অর্গানাইজেশন বলেছে, এটাই কর্মীদের কাছে শেষ সুযোগ। ৩১ জানুয়ারি ২০২৫ সালের মধ্য়ে করে ফেলতে হবে বকেয়া ভেরিফিকেশনের কাজ। এর পাশাপাশি বেশি পেনশনের কর্মীদের বিষয়ে প্রতিষ্ঠানগুলিতে তথ্য় দিতে বলেছে EPFO। আগামী ১৫ তারিখের মধ্যে এই তথ্য় পাঠাতে বলা হয়েছে এমপ্লয়ারদের।
জবাব আসেনি প্রায় ৫ লক্ষ কর্মীর
বেতনের বিস্তারিত বিবরণ না পাওয়ার কারণে ৪.৬৬ লক্ষ কর্মীর পেনশনের কাজ আটকে রয়েছে। এদের বিষয়ে অতিরিক্ত তথ্য় চেয়ে পাঠিয়েছে EPFO। যার মধ্য়ে মালিক পক্ষের তরফেই জমা পড়েনি ৩.১ লক্ষ কর্মীর বেতনের বিবরণ। এদের জন্য প্রকাশ্য়ে বিবৃতি দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।
হাই পেনশন স্কিম
২০২২ সালে হাই পেনশন নিয়ে ল্য়ান্ডমার্ক জাজমেন্ট দেয় সুপ্রিম কোর্ট। যেখানে বলা হয়, কর্মী চাইলে তার বেতন বা মজুরির ৮.৩৩ শতাংশ পেনশন হিসাবে কাটাতে পারবেন। এণপ্লয়িজ পেনশন স্কিমের অধীনে কর্মীরা পাবেন এই সুবিধা। শীর্ষ আদালতের এই নির্দেশকে বাস্তবায়িত করতে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি একটি অনলাইন প্রক্রিয়া শুরু করা হয়।
এখানে কর্মীদের ভেরফিকেশন ও কম্বাইন্ড অপশনের বিষয়ে জানাতে বলা হয়। প্রাথমিকভাবে এই আবেদনের শেষ তারিখ ২০২৩ সালের ৩ মে রাখা হয়। পরবর্তীকালে এই তারিখ বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়। এরপরও তারিখ বদলে ১১ জুলাই সুযোগ দেওয়া হয় কর্মীদের। পরিসংখ্য়ান বলছে, জুলাই ২০২৩-র মধ্য়ে ১৭.৪৯ লাখ কর্মীর আবেদন জমা পড়ে।
বার বার বা়ড়ানো হয়েছে ডেডলাইন
পরে আবশ্য় মালিক পক্ষের অনুরোধে বার বার বেতন বিবরণ জমা দেওয়ার সীমা বাড়িয়েছে EPFO । ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়নো হয়। পরে তা আবার বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৩ থেকে ৩১ মে ২০২৪ সালে আনা হয়। এরপরও দেখা যায় আবেদনের প্রক্রিযা অত্যন্ত ধীর গতিতে চলছে। যার জন্য ফের এই সময়সীমা বাড়িয়ে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত করে দিল EPFO।
আরও পড়ুন : Wedding Card Scam: এবার বিয়ের কার্ডে প্রতারণার ফাঁদ, মারাত্মক ক্ষতি হতে পারে আপনার !