এক্সপ্লোর
Advertisement
সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে ‘বন্ধুত্ব’, ডেকে পাঠিয়ে অপহরণ, ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার মহিলা
রাজকোট: সোশ্যাল মিডিয়ায় ফাঁজ পেতে বন্ধুত্ব পাতিয়ে মুক্তিপণ আদায়ের জন্য এক ব্যক্তিকে ডেকে পাঠিয়ে অপহরণের অভিযোগে এক মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করেছে গুজরাতের রাজকোট পুলিশ।
প্রদ্যুম্ননগর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন অন্যতম অভিযুক্ত নিতু রাওয়াল সুরেশ ছাবারিয়া নামে ওই ব্যক্তির সঙ্গে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতান। তিনি জানিয়েছেন, ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে নীতু সুরেশকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। এরপর তাঁদের মধ্যে চ্যাট শুরু হয় এবং রবিবারে একটি বাগানে দেখা করার সিদ্ধান্ত নেন।
সুরেশ নীতুর সঙ্গে দেখা করতে গেলে ঘটনাস্থলে চার ব্যক্তি চলে আসে। তারা সুরেশকে মারধর করে। পরে অভিযুক্তরা সুরেশকে শহরের একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই মহিলাকে বিয়ে করতে বলে। তারা সুরেশের পরিবারের লোকজনকে ফোন করে বিয়ের জন্য ১২ লক্ষ টাকা দাবি করে।
পরিবারের লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ফাঁদ পাতে এবং পরিবারকে অপহরণকারী প্রথম কিস্তি হিসেবে ৪০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিতে বলে। অভিযুক্তরা টাকা নিতে এলে তাদের গ্রেফতার করে সুরেশকে উদ্ধার করা হয়। ধৃতদের পরিচয়ও জানা গিয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২ এবং ৩৮৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement