এক্সপ্লোর
Advertisement
আডবাণীকে ছুঁড়ে ফেলে দিয়েছেন মোদি! রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ সুষমার ট্যুইট, আডবাণীজী আমাদের পিতা সমান ব্যক্তিত্ব, কিছুটা শিষ্ঠাচার মানুন!
৪ এপ্রিল প্রকাশিত নিজের ব্লগে আডবাণী লেখেন, বিজেপি কখনই রাজনৈতিক বিরোধীদের দেশবিরোধী, শত্রু বলেনি, প্রতিদ্বন্দ্বী ভেবেছে। জল্পনা ছড়ায়, তাঁর এই বক্তব্যের নিশানা কি মোদি-অমিত শাহ জুটি? তারপরই রাহুলের ওই মন্তব্য।
নয়াদিল্লি: বিজেপিতে লালকৃষ্ণ আডবাণীর মর্যাদা নিয়ে রাহুল গাঁধীর মন্তব্যে গভীর উষ্মা জানালেন সুষমা স্বরাজ। কংগ্রেস সভাপতি গুরু, শিষ্যের উপমা টেনে ৯১ বছরের আডবাণীকে নরেন্দ্র মোদি অপমান করছেন বলে অভিমত জানানোয় সুষমা বলেছেন, রাহুল মন্তব্য করার সময় কিছুটা অন্তত শিষ্ঠাচার পালন করুন।
রাহুল গতকাল মহারাষ্ট্রের চন্দ্রপুরে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে গুরুর অসম্মান হিন্দু সংস্কৃতির পরিপন্থী বলে মন্তব্য করেন। বলেন, বিজেপি হিন্দু ধর্মের কথা বলে। হিন্দু ধর্মে গুরুই শেষ কথা, চূড়ান্ত। গুরু-শিষ্য পরম্পরার কথা বলে হিন্দু ধর্ম। মোদির গুরু কে? আডবাণী। আর তাঁকেই কিনা লাথি মেরে বের করে দেওয়া হল! (জুতা মার কে স্টেজ সে উতারা)। এবার প্রবীণ আডবাণীকে গাঁধীনগর থেকে বিজেপির প্রার্থী না করা নিয়েই সম্ভবত মোদিকে খোঁচা দেন রাহুল। পাল্টা বিদেশমন্ত্রী তীব্র আপত্তি জানিয়ে ট্যুইট করেন, রাহুলজী, আডবাণীজী আমাদের পিতা সমান ব্যক্তিত্ব। আপনার কথায় আমরা বিরাট আঘাত পেয়েছি। দয়া করে নিজের ভাষণে কিছুটা রীতিনীতি বজায় রাখার চেষ্টা করুন।
राहुल जी - अडवाणी जी हमारे पिता तुल्य हैं. आपके बयान ने हमें बहुत आहत किया है. कृपया भाषा की मर्यादा रखने की कोशिश करें. #Advaniji
Rahulji - Advani ji is our father figure. Your words have hurt us deeply. Please try to maintain some decorum of your speech. #Advaniji
— Chowkidar Sushma Swaraj (@SushmaSwaraj) April 6, 2019
৪ এপ্রিল প্রকাশিত নিজের ব্লগে আডবাণী লেখেন, বিজেপি কখনই রাজনৈতিক বিরোধীদের দেশবিরোধী, শত্রু বলেনি, প্রতিদ্বন্দ্বী ভেবেছে। জল্পনা ছড়ায়, তাঁর এই বক্তব্যের নিশানা কি মোদি-অমিত শাহ জুটি? তারপরই রাহুলের ওই মন্তব্য। ২০১৯ এর নির্বাচন ভিন্ন আদর্শের লড়াই, কংগ্রেসের ভ্রাতত্ব, প্রেম-ভালবাসা ও সম্প্রীতির মতাদর্শ মোদির ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ, বিভেদের আদর্শকে পরাস্ত করে জিতবে বলেও দাবি করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement