এক্সপ্লোর
Advertisement
আছে অভিনন্দন বর্তমানের সদৃশ চরিত্র, থ্রিডি ভিডিও গেম উদ্বোধন বায়ুসেনা প্রধানের
বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন, এই মোবাইল গেমটি অ্যান্ড্রয়েড ও আইএএস-এ পাওয়া যাবে।
নয়াদিল্লি: এয়ারস্ট্রাইক সহ বিভিন্ন অভিযান নিয়ে তৈরি থ্রিডি ভিডিও গেম উদ্বোধন করলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। এই গেমে বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের মতো একটি চরিত্র আছে। গেমটির নাম ‘ইন্ডিয়ান এয়ার ফোর্স: এ কাট অ্যাবোভ।’ বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন, এই মোবাইল গেমটি অ্যান্ড্রয়েড ও আইএএস-এ পাওয়া যাবে। ১৪ বছরের বেশি বয়সের তরুণ-তরুণীরা যাতে এই থ্রিডি মোবাইল গেমের মাধ্যমে বায়ুসেনার অভিযানের বিষয়টি অনুভব করতে পারবে। তাদের ভবিষ্যতে বায়ুসেনায় যোগ দেওয়ার বিষয়ে উৎসাহিত করাই লক্ষ্য।
#MobileGame : Chairman Chiefs of Staff Committee & the Chief of the Air Staff Air Chief Marshal BS Dhanoa launched IAF’s latest 3D Mobile gaming application ‘Indian Air Force: A Cut Above’ on Air Combat at National Bal Bhawan, New Delhi, today.@SpokespersonMoD @PIB_India pic.twitter.com/9JlsGFxybv
— Indian Air Force (@IAF_MCC) July 31, 2019
সেনাবাহিনী সূত্রে আরও খবর, জাতীয় বাল ভবনে বায়ুসেনার একটি বিশেষ অভ্যর্থনা ও প্রচার কেন্দ্র তৈরি করা হয়েছে। তরুণদের মধ্যে বায়ুসেনার বিষয়ে সচেতনতা তৈরি করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল গেমের মাধ্যমে তরুণরা বায়ুসেনার বিভিন্ন অভিযান, যুদ্ধবিমানে জ্বালানি ভরা, প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধারকার্যের বিষয়গুলি বাস্তবে অনুভব করতে পারবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
অটো
Advertisement