এক্সপ্লোর
মনে হবে, পাখিগুলির মারামারি! না, আসলে মা ফ্লেমিঙ্গোর ছানাকে খাওয়াতে দেখা যাচ্ছে এই ভিডিও-তে
এক ঝলক দেখলে মনে হবে, কয়েকটি পাখি নিজেদের মধ্যে মারামারি করছে। একটি পাখি অন্যের মাথায় তীক্ষ্ণ ঠোঁট বিঁধিয়ে দিয়েছে , চুঁইয়ে পড়ছে রক্ত। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান এই ভিডিও শেয়ার করেছেন। কাসওয়ান তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে বন্যপ্রাণ সংক্রান্ত ভিডিও নিয়মিত শেয়ার করেন।

নয়াদিল্লি: এক ঝলক দেখলে মনে হবে, কয়েকটি পাখি নিজেদের মধ্যে মারামারি করছে। একটি পাখি অন্যের মাথায় তীক্ষ্ণ ঠোঁট বিঁধিয়ে দিয়েছে , চুঁইয়ে পড়ছে রক্ত। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান এই ভিডিও শেয়ার করেছেন। কাসওয়ান তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে বন্যপ্রাণ সংক্রান্ত ভিডিও নিয়মিত শেয়ার করেন। তাঁর এই ভিডিওটিও সবার নজর কেড়ে নিয়েছে। ভিডিওটি আসলে একটি ফ্ল্যামিঙ্গো পাখি পরিবারের। দুটি পূর্ণবয়স্ক ফ্লেমিঙ্গোর সঙ্গে দেখা গিয়েছে তাদের একটি ছানাকে। ভিডিও দেখে মনে হবে, তারা নিজেদের মধ্যে লড়াই করছে। এরফলে একটি ফ্ল্যামিঙ্গোর মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তাদের দিকে মুখ তুলে ঠোঁট খুলে রয়েছে একটি ছানা। ভিডিও শেয়ার করে কাসওয়ান জানিয়েছেন, ‘না, ওরা মারামারি করছে না। এটা প্রকৃতির অত্যাশ্চর্য বিষয়। মা-বাবা ফ্লোমিঙ্গো তাদের শাবককে খাওয়াচ্ছে। দুই ফ্লেমিঙ্গো তাদের পৌষ্টিক নালীতে ক্রপ মিল্ক তৈরি করে তা এভাবে তাদের শাবককে মুখে তুলে দিচ্ছে। দেখুন, কীভাবে একসঙ্গে ফ্লোমিঙ্গো জুটি তাদের শাবককে খাওয়াচ্ছে’।
No they are not fighting. This is one of the most amazing thing in nature. Parent flamingos produce crop milk in their digestive tracts & regurgitate it to feed young ones. See how together they are doing it. Source: Science Channel. pic.twitter.com/GrJr4irGox
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 20, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















