এক্সপ্লোর
Advertisement
করোনা আক্রান্তের নিরিখে রাশিয়াকে টপকে ৩ নম্বরে ভারত
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার জন। মৃত্যু হয়েছে ৬১৩ জনের।
নয়াদিল্লি: রাশিয়াকে টপকে করোনা আক্রান্তের নিরিখে সারা বিশ্বে তৃতীয় স্থানে উঠে এল ভারত। আজ সন্ধে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাত লক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যলয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ায় করোনা আক্রান্ত ৬.৮ লক্ষ। সেখানে ভারতে করোনা আক্রান্ত ৬.৯ লক্ষ। এক্ষেত্রে ভারতের আগে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষেরও বেশি। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষেরও বেশি। ভারতে যেভাবে করোনা আক্রান্ত বাড়ছে, তাতে উদ্বেগ ছড়াচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার জন। মৃত্যু হয়েছে ৬১৩ জনের। একদিনে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে এটি রেকর্ড। ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,২৬৮। তবে আশার কথা, সুস্থতার হার বেড়ে হয়েছে ৬০.৭৭ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৫৬ জন। গোটা দেশে সংক্রমণ-মুক্ত ৪ লক্ষ ৯ হাজার ৮৩ জন।
দেশের মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবচেয়ে বেশি। মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৭১ জনের। আক্রান্ত ২ লক্ষ ৬৪। দিল্লিতে মৃত ৩ হাজার ৪ জন। সংক্রমিত ৯৭ হাজার ২০০। গুজরাতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯২৫ জনের। আক্রান্ত ৩৫ হাজার ৩১২। তামিলনাড়ুতে ১ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ১ জন। উত্তরপ্রদেশে মৃত ৭৭৩, আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৫৫৪।
অন্যদিকে, ফের বিএসএফ বাহিনীতে করোনার থাবা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৩৬ জন জওয়ান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement