রুদ্ধশ্বাস লড়াইয়ে মুম্বইকে হারিয়ে জয়ে ফিরল কলকাতা, দরজা খোলা থাকল প্লে-অফের
ঘরের মাঠে ৩৪ রানে জিতল কেকেআর। লড়াই করলেও কাজে এল না হার্দিকের অবিশ্বাস্য ইনিংস।
কলকাতা: অবশেষে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বইকে হারিয়ে শেষ চারে যাওয়ার আশা এখনও জিইয়ে রাখল তাঁরা। একই সঙ্গে মুম্বইয়ের বিরুদ্ধে জিতে প্রেস্টিজ ফাইটে শাহরুখকেও কিছুটা স্বস্তি দিলেন দীনেশ কার্তিকরা। ঘরের মাঠে ৩৪ রানে জিতল কেকেআর। লড়াই করলেও কাজে এল না হার্দিকের অবিশ্বাস্য ইনিংস।
💜💜💜💜💜
The jinx has been broken, our #Knights win a thriller against Mumbai Indians. 👏🤩😎#KKRvMI #VIVOIPL #IPL #KKRHaiTaiyaar pic.twitter.com/3V4fO4gf96 — KolkataKnightRiders (@KKRiders) April 28, 2019
What an innings this by Hardik Pandya. Departs after a brilliant 91.#KKRvMI pic.twitter.com/MAglbx91h2
— IndianPremierLeague (@IPL) April 28, 2019
এদিন টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন শুভমান গিল (৭৬) ও ক্রিস লিন (৫৪)। ক্রিস লি ফিরতেই নাইট শিবির ব্যাট করতে পাঠায় ফর্মে থাকা রাসেলকে। তিনে ব্যাট করার সুযোগ পেয়ে তা কাজেও লাগান জামাইকান তারকা। ৪০ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। ইডেনে এদিনের ইনিংসে ৬টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন রাসেল। যার সুবাদে কলকাতা মুম্বইয়ের সামনে ২৩২ রানের পাহাড় খাড়া করে।
মুম্বই শুরুতেই ধাক্কা খায়। ২১ রানের মধ্যেই ফর্মে থাকা রোহিত ও ডি কক-কে ফেরায় নাইটরা। ক্যারিবিয়ান তারকা লুইস ও সূর্যকুমার যাদবকেও প্যাভিলিয়নে ফেরান রাসেল। এরপর একা লড়াই করেন মুম্বই তারকা হার্দিক। যদিও ৩৪ বলে ৯১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেও শেষ পর্যন্ত জয় হাসিল করতে ব্যর্থ হয়েছেন এই তারকা অল রাউন্ডার। ১৮ ওভারে হার্দিক ফিরতেই জয় সহজ জয় নাইটদের। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেলই।