এক্সপ্লোর
Advertisement
একমাত্র ছেলে যোগ দিয়েছে হিজবুলে, ফিরে আয়, নয়তো বিষ দে আমাকে, মায়ের আর্জি
শ্রীনগর: কাশ্মীরের কুলগামে ২২ বছরের এক সদ্য তরুণ হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছে। এ কে ৪৭ হাতে তার ছবিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। আর ছেলের এই সিদ্ধান্তে ভেঙে পড়েছেন তাঁর বিধবা মা।
ওই তরুণের নাম শোয়েব আহমেদ লোন, বাড়ি বমব্রতে। ১০ দিন আগে কলেজ থেকে বেরিয়েছিল সে। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। এরপর সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে, তাতে দেখা যাচ্ছে তার হাতে এ কে ৪৭ রাইফেল। আর সঙ্গে বেরিয়েছে তার নাম, বাবার নাম, হিজবুলে যোগ দেওয়ার তারিখ সহ কিছু তথ্য। তাতে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর হিজবুলে যোগ দিয়েছে সে।
শোয়েব তার মায়ের একমাত্র সন্তান। তার বাবাও হিজবুলের কমান্ডার ছিল, ১৯৯৫-এ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় সে। বাবার মৃত্যুর ৬ মাস পর জন্ম হয় শোয়েবের। বেঁচে থাকার একমাত্র অবলম্বন একই পথ বেছে নেওয়ায় ভেঙে পড়েছেন তার মা। তিনি আবেদন করেছেন, হয় ছেলেকে ফেরত দেওয়া হোক, নয়তো বিষ দেওয়া হোক তাঁকে। তিনি আবেদন করেছেন, আমার ও ছাড়া কেউ নেই। আমি দিনমজুরি করে, প্রচুর পরিশ্রম করে ওকে বড় করেছি। ওই আমার একমাত্র সম্বল। শ্বশুরবাড়ি থেকে বার করে দেওয়া হয় আমাকে। বাপের বাড়ি, শ্বশুরবাড়ি কিচ্ছু নেই আমার। যে দলে ও গিয়েছে দয়া করে তারা ওকে ফেরত দিন আমাকে।
দেখুন সেই ভিডিও
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement