এক্সপ্লোর
Advertisement
‘এটাই দ্বিচারিতা, পালঘরে সাধুদের হত্যার সময় কোথায় ছিলেন?', জয়াকে নিশানা লকেটের
লকেট লিখেছেন, বলিউডের একটা অংশে পচা দাঁতের মতো। এটা তুলে না ফেললে সর্বাঙ্গে পচন ধরবে।
নয়াদিল্লি:বলিউডের মাদক-যোগ সংক্রান্ত তরজা নিয়ে এখন সরগরম রাজনৈতিক আঙিনাও। রবি কিষণ-জয়ার সংসদীয় বাগযুদ্ধে এবার মন্তব্য করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি জয়া বচ্চনকে কটাক্ষ করে বলেন, ‘পালঘরে সাধুদের হত্যার ঘটনার সময়ে কিংবা নৌ বাহিনীর প্রাক্তন আধিকারিকের উপর আক্রমণের সময়ে কোথায় ছিলেন জয়া বচ্চন?’
লকেট আরও লিখেছেন, বলিউডের একটা অংশ পচা দাঁতের মতো। এটা তুলে না ফেললে সর্বাঙ্গে পচন ধরবে। জয়াকে আক্রমণ করে লকেটের বক্তব্য সুশান্ত সিংহ রাজপুতকে যখন বলিউডের মাফিয়ারাজের বলি হতে হয়, কোথায় ছিলেন তিনি?’ জয়ার এই আচরণ ‘দ্বিচারিতা’ ছাড়া আর কী!
সংসদের বাদল অধিবেশনের প্রথমদিনই বিজেপি সাংসদ রবি কিষণ সরব হন বলিউডের ড্রাগ-যোগ নিয়ে। রবি কিষণ বলেন, সুশান্ত মৃত্যু তদন্তে যে ড্রাগ অ্যাঙ্গেল উঠে এসেছে, তা নিয়ে ভাল কাজ করছে এনসিবি। তিনি বলেন, দেশের তরুণদের ক্ষতি করার জন্য এটা পাকিস্তান ও চিনের মিলিত ষড়যন্ত্র। এটা রুখতেই হবে। তাই তিনি সরকারকে অনুরোধ জানান, অপরাধীদের যেন কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। গোরক্ষপুরের সাংসদের এই মন্তব্যের পরদিনই রাজ্যসভায় গর্জে ওঠেন জয়া বচ্চন। তিনি বলেন, দেশের লক্ষ লক্ষ মানুষ বিনোদন জগতের সঙ্গে যুক্ত। এখান থেকে অনেক মানুষের রুজি রুটি আসে। সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম সারিতে বিনোদন জগতের মানুষরা থাকেন। সেখানে কেউ কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির নাম বদনাম করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাম না করেই জয়া বলেন, দেশের ধুঁকে পড়া অর্থনীতি ও বেকারত্ব থেকে নজর ঘোরাতেই এই বলিউডির মাদক-যোগ নিয়ে অনেকে কথা বলছেন।Parts of Bollywood have become that rotten tooth that needs to be taken out or else the entire body will suffer. Where were you #JayaBachchan when the Sadhus were lynched in Palghar? When Navy Veteran was attacked? When SSR was a victim of Bollywood mafia? Hypocrisy at it’s best.
— Locket Chatterjee (@me_locket) September 15, 2020
এই বক্তব্যের পর বলিউডের একাংশ পাশে এসে দাঁড়িয়েছে জয়া বচ্চনের। এই তালিকায় আছেন, তাপসী পান্নু, দিয়া মির্জা, জেনেলিয়া ডিসুজা, অনুভব সিনহার মতো ব্যক্তিত্বরা।For we have always stood by the initiatives, causes and awareness campaigns. It’s time for payback. Hitting the nail on its head and how ! ???????? yet again a woman from the industry spoke up ???????? #Respect https://t.co/CVz1cTlCNw
— taapsee pannu (@taapsee) September 15, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement